Wednesday, August 27, 2025

মধ্যরাতে ভয়াবহ আগুন নারকেলডাঙ্গায়, ভষ্মীভূত প্রায় ৩০ ঝুপড়ি

Date:

Share post:

ফের একবার অগ্নিকাণ্ডের সাক্ষী শহর। নারকেলডাঙ্গা বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে ছাই প্রায় ৩০টি ঝুপড়ি। দমকলের ১৬টি ইঞ্জিন (fire tender) কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার মধ্যরাতে আগুন লাগার পর রবিবার সকালে স্থানীয়দের দাবি পুড়েছে প্রায় ৫০ পরিবারের ঘর। স্থানীয়দের দাবি ঘটনায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ের। আগুনের ভয়াবহতা এতই বেশি ছিল যে রবিবার সকালেও পকেট ফায়ার নেভানোর কাজ করতে হয় দমকলকে।

শনিবার মধ্যরাতে যখন নারকেলডাঙ্গার খালপাড় লাগোয়া গোটা বস্তি (slum) যখন ঘুমিয়ে পড়েছিল। সেই সময় হঠাতই আগুন লাগে। কোনওমতে প্রাণ হাতে করে বেরিয়ে আসেন বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের ঘরে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। আগুন নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৬টি ইঞ্জিন।

অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় নারকেল লাগার বস্তিতে আগুন লাগার পর দমকলকে আগুনের উৎসস্থলে পৌঁছাতে যথেষ্ট বেগ পেতে হয়। ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর। আচমকা ঘুমের মধ্যে আগুন লেগে যাওয়ায় ঘর থেকে বেরোতে না পারলে মৃত্যু হয় হাবিবুল্লা মোল্লা নামে এক প্রৌঢ়ের। কিভাবে আগুন লাগল তার তদন্ত শুরু করেছে দমকল। সেইসঙ্গে এই এলাকায় এত দাহ্য পদার্থইবা এলো কিভাবে, তদন্তে পুলিশ।

গোটা রাত আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয় দমকল বাহিনীকে। সকালে নিজেদের শেষ সম্বল খুঁজে নিতে জড়ো হন পুড়ে যাওয়া ঝুপড়ির বাসিন্দারা। ঘটনায় একাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে। সকালেও দমকল কর্মীরা পকেট ফায়ার (pocket fire) নিয়ন্ত্রণে কাজ করে।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...