Monday, November 10, 2025

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে দুই তরুণের হাতে কন্টাই কো-অপারেটিভের দায়িত্বভার

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের দায়িত্বভার পেতে চলেছেন দুই তরুণ। একজন এগরা বিধানসভার বিধায়ক তরুণ মাইতি এবং অপরজন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুন জানা। কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন তরুণ মাইতি। ভাইস চেয়ারম্যান হচ্ছেন তরুণ জানা।

রবিবার কাঁথির সেচ বাংলোতে রাজ্য নেতা আশীষ চক্রবর্তীর উপস্থিতিতে এক বৈঠক হয়। যেখানে উপস্থিত ছিলেন এই কো-অপারেটিভের নির্বাচনের দায়িত্বে থাকা তৃণমূল বিধায়ক অখিল গিরি। তার উপস্থিতিতে বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ১৩ তারিখ অফিস বেয়ারা নির্বাচনে কন্টাই কো-অপারেটিভে চেয়ারম্যান হবেন তরুণ মাইতি এবং ভাইস চেয়ারম্যান হবেন তরুণ জানা।

উল্লেখ্য, কন্টাই কো-অপারেটিভ ব্যাংকের সমবায়ের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারী। দলবদলের পর গত ডিসেম্বর মাসে ব্যাংকের নির্বাচনে তৃণমূল বোর্ড গঠনের ক্ষমতা দখল করে। ১০৮টি আসনের মধ্যে ১০১ টি আসন দখল করে তৃণমূল। স্বাভাবিকভাবে ব্যাংকের চেয়ারম্যান এবং ভাইয়ের চেয়ারম্যানকে হবেন তা নিয়ে চলছিল চর্চা। বেশ কয়েকবার বৈঠক করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়ও। তবে রবিবার রাজ্য নেতা আশীষ চক্রবর্তী মুখ্যমন্ত্রীর নির্দেশে কাঁথিতে এসে দুই তরুণের নাম ঘোষণা করেন। আশীষ চক্রবর্তী জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সীর নির্দেশে আমরা চেয়ারম্যান হিসেবে তরুণ মাইতি ও ভাইস চেয়ারম্যান হিসেবে তরুণ জানার নাম ঘোষণা করলাম। সকলেই তাতে সহমত পোষণ করেছেন।”

রবিবারের বৈঠকে ১৫ জন ডিরেক্টরের মধ্যে ১১ জন ডিরেক্টর সরাসরি উপস্থিত ছিলেন। বাকি চারজন অর্থাৎ আলী মির, কাউসার আলী, তরুণ জানা ও শিউলি দাস ভার্চুয়াল ভাবে অংশ নেন বৈঠকে। উল্লেখযোগ্যভাবে এদিনের বৈঠকে অনুপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। তবে আগামী দিনে এই কো-অপারেটিভকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে সকলে মিলে কাজ করার বার্তা দিয়েছেন তরুণ মাইতি ও তরুণ জানা। তারা জানিয়েছেন, “আমরা প্রথমেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে ধন্যবাদ ও প্রণাম জানাই। আগামী দিনে এই সমবায়কে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করব আমরা।”

আরও পড়ুন-রাত পোহালেই মাধ্যমিক! স্পেশাল বাস চালানোর সিদ্ধান্ত রাজ্যের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...