আত্রেয়ী নদীর বাঁধের একাংশ ভেঙে বিপত্তি, জলের চাপে দুর্ঘটনা অনুমান সেচদফতরের

0
1

বালুরঘাট (Balurghat)পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে আত্রেয়ী নদীর বাঁধের (Atrayi river dam partly broken up ) একাংশ ভেঙে বিপত্তি। রবিবার রাতে এই ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছে যান শেষ দফতরের ইঞ্জিনিয়াররা। জলের চাপেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। বাঁধ ভেঙে যাওয়ায় এলাকায় জল ঢোকার আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

২০২৩ সালে এই বাঁধ তৈরি করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণেই এই বিপত্তি। ৯ তারিখ রাতে ওই বাঁধে যাতায়াতের সিঁড়িটি উলটে যায়।এলাকায় যায় পুলিশ। পুরসভার চেয়ারম্যান অশোক মিত্রও যান ঘটনাস্থলে। সেচ দফতরের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের অনুমান জলের অতিরিক্ত চাপে এমন বিপত্তি। রাতেই স্লুইস গেট খুলে দেওয়া হয়। কীভাবে তৈরি হওয়া দুবছরের মধ্যে নদীবাঁধ এতটা ক্ষতিগ্রস্ত হলো তা খতিয়ে দেখা হচ্ছে।