যুগ যুগ ধরে চলে আসা অন্ধকার বনাম আলোর লড়াইয়ে শুভশক্তির জয়ের গল্প এবার বড়পর্দায় ধরা দেবে একটু অন্যরকম ভাবে। ভৌতিক কমেডি ঘরানার আঙ্গিকে শুরু হতে চলেছে ইকো ফিল্মস (Echo Films) এবং SFEL (Sthalamtar Films & Entertainment Pvt Ltd) প্রযোজিত ‘দেবী'(Devi)। নাম ভূমিকায় থাকছেন অভিনেত্রী রনিতা দাস, যাঁর লড়াই জমবে ‘মায়া’-রূপী (ছবিতে অভিনয় করছেন অঞ্জনা বসু) অলৌকিক ক্ষমতার অধিকারিণী পিশাচের সঙ্গে। সোমবার কলকাতার ট্যাংরা এলাকার কাছে অবস্থিত দুর্গাবাড়িতে এ ছবির ‘শুভ মহরত’ আয়োজিত হলো। উপস্থিত ছিলেন অভিনেত্রী রনিতা দাস (Ranieeta Dash), অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunadoy Banerjee), সম্রাট মাইতি-সহ ছবির মুখ্য অভিনেতা-অভিনেত্রীরা। সিনেমা নিয়ে আশাবাদী পরিচালক সৌপ্তিক (Souptik C)। দুর্গাবাড়িতে মা দুর্গার প্রতিষ্ঠিত বিগ্রহ পুজোর মধ্যে দিয়েই অশুভ বিনাশের অনস্ক্রিন লড়াই শুরু করতে চলেছে ‘দেবী’।

সিনেমায় কালবুনি এলাকার জঙ্গলের পিশাচিনী ‘মায়া’র (অঞ্জনা বসু) বিরুদ্ধে লড়াই করবে দেবী (রনিতা দাস)। তাঁর বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছেন সোমরাজ যাঁর অনস্ক্রিন নাম ‘রাহুল’। সিনেমায় বাস্তবের রাহুল অভিনয় করবেন ‘সূর্য’ চরিত্রে। কীভাবে, কোন জাদুবলে অলৌকিক ক্ষমতার অধিকারী মায়াকে পরাস্ত করে বিশেষ শক্তি সম্পন্ন দেবী (Devi) , তা ভৌতিক কমিডি চিত্রনাট্যের আকারে বড়পর্দায় তুলে ধরতে চলেছেন পরিচালক সৌপ্তিক। ইষ্টি কুটুমের ‘বাহা’কে এক্কেবারে ভিন্নধর্মী চরিত্রে পাবেন দর্শক, আশাবাদী অভিনেত্রী। খুব শিগগিরই এই ছবির শুটিং শুরু হবে বলে জানা যাচ্ছে।

–

–
–

–

–

–

–

–

–

–