Wednesday, December 3, 2025

আর জি করে PHA-র ব্যানার ছেড়ার অভিযোগ, সিসিটিভি ফুটেজ দেখার দাবি শশী

Date:

Share post:

তৃণমূলের চিকিৎসা বিষয়ক সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। রবিবার রাতের অন্ধকারে কে বা কারা এই সংগঠনের একাধিক পোস্টার ছিঁড়েছে বলে অভিযোগ। যা নিয়ে সোমবার প্রশ্ন তুললেন রাজ্যের মন্ত্রী তথা নয়া সংগঠনের নেতা শশী পাঁজা। তাঁর কথায়” পিএইচএ-র যে ব্যানার ছিল আর জি কর হাসপাতালে সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে অথবা নষ্ট করে দেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, ব্যানারটি কোথায় গেল? এই আক্রোশ কেন? এর প্রতিবাদ হবে। ”

শশী পাঁজা জানিয়েছেন” ৭ টি জায়গার মধ্যে পিজেবি যে বিল্ডিংটি রয়েছে সেখানে সেখানে, ডাঃ রাধা গোবিন্দ করের মূর্তির জায়গায়, ট্রমা কেয়ার সেন্টার-সহ একাধিক জায়গায় ব্যানার সরিয়ে দেওয়া হয়েছে। রাতে যখন এই বিষয়টি জানা গিয়েছিল সেই সময়ই হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটরি, প্রিন্সিপাল আর জি কর মেডিক্যাল কলেজ, ডি ডি নর্থ, টালা পার্ক পুলিশ স্টেশনে, রাজ্য সরকারের গ্রিভান্স রিড্রেসাল কমিটির চেয়ারম্যান ডাঃ সৌরভ দত্তকেও মেইল করে জানানো হয়েছে। ইমেলে দাবি করা হয়েছে, আমরা সিসিটিভি ফুটেজ চাই, কারা এ কাজ করেছেন আমরা জানতে চাইছি। বর্তমানে আন্দোলনকারীদের কাজ কি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের (পিএইচএ) ব্যানার সরিয়ে দেওয়া? এখানে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই কাজ করা হয়েছে বলে অভিযোগ করা করেছেন শশী পাঁজা।

তিনি আরও জানান, “দুপুর ১টায় একটি প্রতিনিধি দল আর জি করের প্রিন্সিপালের সঙ্গে বৈঠক করতে। এই দলে থাকবেন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সম্পাদক ডাঃ করবী বড়াল, ডাঃ অতনু বিশ্বাস, ডাঃ সৌরভ কুমার দাস, ডাঃ প্রণয় মাইতি, ডাঃ শ্রীষ চক্রবর্তী, ডাঃ রমিজ আহমেদ। এই পাঁচজন চিকিৎসকই আর জি করে কর্মরত।”

শশী পাঁজা বলেন, “মুখ্যমন্ত্রী স্বাস্থ্যক্ষেত্রে যে উন্নয়ন করছেন তা যাতে সবার কাছে পৌঁছয়, তার জন্যই মূলত এই সংগঠন। অথচ রাতের অন্ধকারে সংগঠনের পোস্টার ছিঁড়ে ফেলা হল। আমরা প্রশাসনের কাছে সিসিটিভি ফুটেজ দাবি করছি, কারা এই কাণ্ড ঘটাল তা দেখা দরকার।”

হুঁশিয়ারি দিয়ে শশী জানান, “মুখ্যমন্ত্রী রাজ্যের উন্নয়ন করবেন, স্বাস্থ্য ব্যবস্থা অক্ষুন্ন রাখার চেষ্টা করবেন এদিকে হাসপাতালগুলিতে মানুষ প্রকৃত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবেন, এটা বরদাস্ত করা হবে না।”

তার নির্দেশে এদিন সংগঠনের সম্পাদক ডাঃ করবী বড়াল ও পাঁচ চিকিৎসকের এক প্রতিনিধি দল আরজি করে গিয়ে প্রিন্সিপালের সঙ্গে দেখা করেন। বৈঠকে অভিযোগ জানিয়ে তদন্তের দাবি জানান তাঁরা। প্রতিনিধি দলে ছিলেন ডাঃ অতনু বিশ্বাস, ডাঃ সৌরভকুমার দাস, ডাঃ প্রণয় মাইতি, ডাঃ শ্রীশ চক্রবর্তী, ডাঃ রমিজ আহমেদ। এঁরা সবাই আরজি কর হাসপাতালে কর্মরত। বেরিয়ে ডাঃ করবী বড়াল বলেন, আমরাই এখন থ্রেট কালচালের শিকার। দেখা দরকার কারা রয়েছে এর নেপথ্যে। গরিব মানুষ যাতে আরও ভাল চিকিৎসা পায়, সেটা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন- একনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম

spot_img

Related articles

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...

অ্যাপ দিয়ে ফোনে আড়ি পাতা! চাপের মুখে ‘সঞ্চার সাথি’ নিয়ে পিছু হঠল কেন্দ্র

পেগাসাস মামলা এখনও কেন্দ্রের বিজেপি সরকারের পিছু ছাড়েনি। আন্তর্জাতিক সংস্থাগুলির সঙ্গে যোগসাজশ করে ফোনে আড়ি পাতা বা ব্যক্তিগত...

জঘন্য বোলিং- হতশ্রী ফিল্ডিংয়ের যুগলবন্দিতে ম্যাচ হারল ভারত, ঐতিহাসিক জয় বাভুমাদের

আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ না ক্লাব স্তরের খেলা ভারতীয় বোলিং (Indian Bowling) দেখে তা বোঝা দায়। এই বোলারদের নিয়ে...