Tuesday, November 4, 2025

শান্তিতেই মাধ্যমিক পরীক্ষার প্রথমদিন, জানালেন পর্ষদ সভাপতি

Date:

শান্তিপূর্ণ মাধ্যমিকের প্রথম পরীক্ষা। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া প্রায় সবটাই স্বাভাবিক ও শান্তিপূর্ণ। সোমবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের মাইকেলনগরে একটি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর এ কথা জানালেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সফলভাবে প্রথম ভাষার পরীক্ষা শেষ হওয়ার জন্য তিনি রাজ্য প্রশাসন ও পুলিশকে-সহ পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন। বিশেষভাবে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।

চলতি বছর নয় লক্ষেরও বেশি পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। ত্রিস্তরীয় ব্যবস্থাপনার মধ্যে দিয়ে পরীক্ষা পরিচালিত হচ্ছে। পর্ষদের পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনও করা হচ্ছে। সোমবার ছিল মাধ্যমিকের প্রথম ভাষা বাংলা পরীক্ষা। পর্ষদ সভাপতি মধ্যমগ্রামের মাইকেলনগর শিক্ষা নিকেতনে পরিদর্শনে আসেন। পরীক্ষা কেন্দ্রের ভিতরের পরিবেশ দেখে খুব অল্প সময়ের ব্যবধানে তিনি বেরিয়ে আসেন।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘দুই একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের ওপরে রাজ্যে ভালোভাবে প্রথম দিনের পরীক্ষা হয়েছে। কোথাও কোনও বড় ধরনের সমস্যা হয়নি। আলিপুরদুয়ারে পরীক্ষা কেন্দ্রের ভিতর থেকে একটা মোবাইল উদ্ধার হয়েছে। কলকাতার একটি স্কুলে নকল অ্যাডমিট কার্ড নিয়ে এক পরীক্ষার্থী প্রবেশ করেছিল। একটি পরীক্ষা কেন্দ্রে বোনের জায়গায় দিদি পরীক্ষা দিতে এসেছিল। সব স্কুলই যথেষ্ট দক্ষতার সঙ্গে পরীক্ষার ব্যবস্থা পরিচালনা করেছে।’

পর্ষদ সভাপতি আরও বলেন, ‘শান্তিপূর্ণভাবে পরীক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য পর্ষদের পক্ষ থেকে আমরা ত্রিস্তরীয় ব্যবস্থা করেছি। ছোট ছোট ছেলেমেয়েদের পরীক্ষা দিতে যাতে কোথাও কোনও অসুবিধা না হয় সে সব ব্যবস্থা আমরা তৈরি রেখেছি। সঙ্গে রয়েছে আমাদের এমারজেন্সি রেসপন্স টিম। যে সুষ্ঠুভাবে প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে, আমি আশা করব যে এভাবেই শেষদিন পর্যন্ত চলবে। কোন সমস্যার খবর পেলে আমরা তৎক্ষনাৎ তার সমাধানের জন্য প্রস্তুত।’

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version