অবশেষে নিজের ইউটিউবে অনন্যা-সারা আলি খানদের সার্চ হিস্ট্রি নিয়ে মুখ খুললেন রিয়ান, কী বললেন তিনি?

এই নিয়ে এক সাক্ষাৎকারে রিয়ান বলেন, “ আমি আইপিএল শেষ করার পর চেন্নাইয়ে ছিলাম।

0
1

২০২৪ সালে আইপিএল-এর পর খেলার পাশাপাশি ব্যক্তিগত কারণেও চর্চায় চলে আসেন রিয়ান পরাগ। গতবছর আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে দাপুটে ব্যাটিং-এর পরই সামনে আসে রিয়ান পরাগের কাণ্ড। গেমিং সেশনের লাইভের সময় ইউটিউবের সার্চ হিস্ট্রি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় রিয়ানের । যেখানে সার্চ লিস্টের তালিকায় নাম দেখা যায় অনন্যা পান্ডে, সারা আলি খানদের ‘হট’ ভিডিওর। আর সেই তথ্য ফাঁস হতেই প্রবল কটাক্ষের মুখে পড়েন রিয়ান। সেই নিয়ে সেসমইয় কিছু না বললেই, এই নিয়ে এবার মুখ খুললেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার। রিয়ান বলেন ফাঁসানো হয়েছে তাঁকা।

এই নিয়ে এক সাক্ষাৎকারে রিয়ান বলেন, “ আমি আইপিএল শেষ করার পর চেন্নাইয়ে ছিলাম। আমার স্ট্রিমিং দলের সঙ্গে একটা ডিসকোর্ড কল করছিলাম। তখনই বিষয়টা সবার সামনে চলে আসে। কিন্তু ঘটনাটা ঘটেছিল আইপিএলের আগেই। আমার ডিসকোর্ড দলের একজন আমাকে আইপিএলের আগেই ফাঁসাতে চেয়েছিল। আইপিএলে আমার মরশুমটা খুব ভালো কেটেছিল। আমি ঘরে ফিরে স্ট্রিম করা শুরু করি। সেই সময় আমার কাছে গান চালানোর আর কোনও মাধ্যম ছিল না। সব কিছু মুছে দেওয়া হয়েছিল।“ এখানেই না থেমে রিয়ান আরও বলেন, “ তাই বাধ্য হয়ে ইউটিউবে গান চালাতে যাই। কিন্তু আমি বুঝতে পারিনি কী হচ্ছে। যখন স্ট্রিম শেষ হল, তখন আমার মাথায় হাত। এটা কী ঘটল? সব কিছু হাতের বাইরে চলে গিয়েছিল। তবে এটা বুঝেছিলাম সবার সামনে গিয়ে ব্যাখ্যা দিয়ে লাভ নেই। কারণ, সত্যিটা কেউ বুঝবে না।“

উল্লেখ্য, ২০২৪-র আইপিএলের পর ইউটিউব সার্চ হিস্ট্রি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় রিয়ান পরাগের।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক ম্যাচে কারা রয়েছেন দায়িত্বে? জানাল আইসিসি