মধ্য আমেরিকার ছোট্ট দেশ গুয়াতেমালায় ভয়াবহ দুর্ঘটনা (Guatemala bus accident)। রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলের প্রোগেসো থেকে গুয়াতেমালা শহরে যাওয়ার সময় ব্রিজ থেকে ১১৫ ফুট নীচে খাদে পড়ল যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনায় অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবারের এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সেদেশের প্রেসিডেন্ট বেরনার্দো আরেভায়ো (Bernardo Arevalo,President of Guatemala)। পাশাপাশি একদিনের জাতীয় শোক পালন করা হচ্ছে।

গুয়াতেমালা শহরের পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাত্রীবাহী বাস কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি গাড়িকে ধাক্কা মারে। তারপর লোহার রেলিং ভেঙে নীচে খাদের জলে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৩ জন যাত্রীর। গুরুতর আহত অবস্থায় একাধিক জনকে সান জুয়ান দে দিওস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন সেখানে দুইজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে, সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট বেরনার্দো। জখম যাত্রীদের উন্নত চিকিৎসার আশ্বাস দেওয়া হয়েছে।

–

–

–

–

–

–

–

–

–
–