Sunday, August 24, 2025

২০২৬ ভোট নিয়ে বিজেপিকে হুঁশিয়ারি: বাজেট বঞ্চনায় সংসদে সুর চড়ালেন কল্যাণ

Date:

বাংলা বিরোধী বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala SItharaman), লোকসভায় দাঁড়িয়ে দিন কয়েক আগেই সাফ জানিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)৷ এই সুরেই ফের মোদি সরকারকে নিশানা করেছেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)৷  সোমবার লোকসভায় (Loksabha) বাজেট বিতর্কে অংশগ্রহণ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন,  এবারের বাজেটে বাংলার জন্য কোনও প্রকল্প ঘোষণা করা হয়নি৷ দিনের পর দিন ইচ্ছাকৃতভাবে বাংলাকে অর্থনৈতিক দিক থেকে বঞ্চিত করা হচ্ছে৷ মনরেগা (MGNREGA), আবাস যোজনা সহ অন্যান্য কেন্দ্রীয় প্রকল্পে বাংলার ন্যায্য পাওনা টাকা আটকে রাখা হচ্ছে৷ বাংলাকে অবহেলা করা হচ্ছে৷  ২০২৬ সালের বিধানসভা ভোটে বাংলায় ৩০টি আসনও পাবে না বিজেপি, দাবি জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

এর পরেই বর্ষীয়ান তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) ব্যাখ্যা দেন, কেন এবারের বাজেট আসলে অন্তস্বারশূন্য৷  তাঁর কথায়, বাজেট বরাদ্দ এবং ঘোষণার আসল উদ্দেশ্য পূরণ হয়েছে কিনা, তার আসল পরীক্ষা হল শেয়ার বাজার।  এক সপ্তাহের বেশি সময় ধরে শেয়ার বাজার (share market) স্থির রয়েছে। এমনকী, পরিকাঠামো ক্ষেত্রের সঙ্গে সরাসরি যুক্ত আরভিএনএলের শেয়ারও পড়ে গিয়েছে। তাঁর বক্তব্য, এর থেকেই প্রমাণ হয়, বাজেটে মানুষের সঙ্গে অর্থনৈতিক বেইমানি করা হয়েছে।

২০২৫-২৬ সালের বাজেট জন বিরোধী এবং দেশের অর্থনীতির পক্ষে ধ্বংসাত্মক, দাবি করেন তিনি। টাকার (rupee) দামের পতন, বাজারের পতনের মতো অর্থনৈতিক চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে এবারের বাজেট, বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় । সাধারণ মানুষের কষ্ট লাঘব করে বিমা ক্ষেত্রে জিএসটির হার কমানো হয়নি, দাবি জানান কল্যাণ বন্দ্যোপাধ্যায়।  তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী ২০১২ সালেই বিমায় ১০০ শতাংশ বিদেশী লগ্নির বিরোধিতা করেছিলেন। এলআইসির (LIC) মতো সংস্থায় দেশের মানুষের গচ্ছিত টাকার সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।

মোদি সরকারের  এবারের বাজেট ক্রমবর্ধমান  বেকারত্ব, মূল্যবৃদ্ধি, বৈষম্যের সমস্যা দূর করার ক্ষেত্রে গোটা দেশকেও কোনও দিশা দেখাতে পারেনি বলে এদিন লোকসভায় তোপ দেগেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version