Saturday, August 23, 2025

১) আগামি বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে নামছে ভারত। আর এই ম্যাচে নামার আগে বিরাট উদ্যোগ টিম ইন্ডিয়ার। অঙ্গদান প্রকল্পে সমর্থকদের যোগ দিতে উৎসাহ দিলেন বিরাট কোহলি, কে এল রাহুল , শুভমন গিল-সহ ভারতীয় ক্রিকেটারেরা। সম্প্রতি আইসিসি উদ্যোগ নিয়ে এই কর্মসূচি চালু করেছে। নাম দেওয়া হয়েছে ‘ডোনেট অর্গান্স, সেভ লাইভস’। আর সেই কর্মসূচির অংশ হিসাবেই প্রচার টিম ইন্ডিয়া। যেই ভিডিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

২) মর্মান্তিক ঘটনা ক্রীড়া জগৎ-এ। গাড়ি রাখা নিয়ে বচসা। তারপরই চলল গুলি। ঘটনাটি হরিয়ানার সোনীপতের। জানা যাচ্ছে, গাড়ি রাখা নিয়ে শুরু হয় বচসা। তারপরই জাতীয় স্তরে পদকজয়ী পাওয়ার লিফটারকে লক্ষ্য করে পর পর পাঁচটি গুলি এক ব্যক্তির। জানা যাচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। মৃত পাওয়ার লিফটারের নাম বংশ।

৩) ফের ডার্বির রং সবুজ-মেরুন। এদিন ফের ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন নৈহাটি স্টেডিয়ামে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের জোনাল গ্রুপ স্টেজে লাল-হলুদের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। সেই ম্যাচে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারায় সবুজ-মেরুন। বাগানের হয়ে একমাত্র গোল টংসিনয়ের। তবে ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল লাল-হলুদ। পেনাল্টি সুযোগ হাতছাড়া করে ইস্টবেঙ্গল। লাল-হলুদের হয়ে পেনাল্টি মিস করেন জোসেফ জাস্টিন।

৪) আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি খেলতে পারবেন যশপ্রীত বুমরাহ? এই প্রশ্নটাই ঘুরে বেরাচ্ছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ বর্ডার-গাভাস্কর ট্রফির সিডনি টেস্টে চোটের কারণে খেলতে পারেনি ভারতীয় পেসার। মাঠ ছাড়তে হয় তাঁকে। এমনকি নেই ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজেও। এরপরই প্রশ্ন উঠছে বুমরাহর খেলা নিয়ে। জানা যাচ্ছে এই মুহুর্তে এনসিএতে রয়েছেন বুমরাহ। আর এবার বুমরাহকে নিয়ে মুখ খুল দলের সতীর্থ রবীন্দ্র জাদেজা।

৫) অবশেষে রানের খরা কেটেছে ভারত অধিনায়ক রোহিত শর্মার। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন হিটম্যান। ৯০ বলে খেলেছেন ১১৯ রানের ইনিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই রান যে স্বস্তির তা স্বীকার করে নিলেন রোহিত। বললেন, এ ভাবেই খেলতে চাই। নেমে দলকে জেতাতে চাই।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে নামার আগে বিরাট উদ্যোগ টিম ইন্ডিয়ার

 

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version