আগামি বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে নামছে ভারত। আর এই ম্যাচে নামার আগে বিরাট উদ্যোগ টিম ইন্ডিয়ার। অঙ্গদান প্রকল্পে সমর্থকদের যোগ দিতে উৎসাহ দিলেন বিরাট কোহলি, কে এল রাহুল , শুভমন গিল-সহ ভারতীয় ক্রিকেটারেরা। সম্প্রতি আইসিসি উদ্যোগ নিয়ে এই কর্মসূচি চালু করেছে। নাম দেওয়া হয়েছে ‘ডোনেট অর্গান্স, সেভ লাইভস’। আর সেই কর্মসূচির অংশ হিসাবেই প্রচার টিম ইন্ডিয়া। যেই ভিডিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
এদিন বিসিসিআই যে ভিডিও প্রকাশ করেছে , তাতে কোহলি বলেন, “আসল শতরানের সময় এসে গিয়েছে। মৃত্যুর পরেও আপনার অঙ্গ থেকে অন্য কেউ উপকৃত হতে পারে। অঙ্গদাতা হিসাবে এগিয়ে আসুন এবং বাকিদেরও বাঁচার সুযোগ করে দিন।” শুভমন গিল বলেন, “নিজের জীবনের অধিনায়ক হোন। যে ভাবে একজন অধিনায়ক দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যায়, সেভাবে আপনিও অঙ্গদানের অঙ্গীকার করে একজনের জীবন বাঁচাতে পারেন। শ্রেয়স আইয়র বলেন, অঙ্গদান করে অনেকের জীবন বাঁচানো যায়। “
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে জানিয়েছেন, ১২ ফেব্রুয়ারি তৃতীয় এক দিনের ম্যাচ থেকে অঙ্গদানের সচেতনতামূলক এই কর্মসূচি চালু করতে পেরে তাঁরা গর্বিত। অঙ্গদানের সাহায্যে যে একাধিক প্রাণ বাঁচানো যায়, সে সম্পর্কে মানুষকে সচেতন করা হয় আইসিসি-র তরফে।
আরও পড়ুন- গাড়ি রাখা নিয়ে বচসা, জাতীয় স্তরে পদকজয়ী পাওয়ার লিফটারকে লক্ষ্য করে গু.লি
–
–
–
–
–
–
–
–
–