Sunday, August 24, 2025

ম্যাকাউটের ছাদ থেকে ঝাঁপ ছাত্রীর! দুর্ঘটনা না আত্মহত্যা? তদন্তে পুলিশ 

Date:

অধ্যাপিকা এবং ছাত্রের বিয়ের ভাইরাল ভিডিওর পর ফের একবার শিরোনামে নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি (MAKAUT)। কলেজ হোস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু এম টেক প্রথম বর্ষের ছাত্রীর।অভিযোগ, পরীক্ষা চলাকালীন এক শিক্ষকের হেনস্থায় অপমানিত হয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়েছেন পড়ুয়া। সত্যিই কি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে হরিণঘাটা থানার পুলিশ (Haringhata Police Station)।

মৃত ছাত্রীর নাম সায়নী সেন, বাড়ি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে। সোমবার সন্ধ্যায় উপর থেকে ভারী কিছু পড়ার শব্দ পেয়ে ছুটে গিয়েছিলেন কয়েক জন। দেখা যায়, সায়নী পড়ে রয়েছে। তত ক্ষণে রক্তে ভেসে গিয়েছে তাঁর শরীরের চারপাশ। গুরুতর জখম অবস্থায় ম্যাকাউটের এম টেক (M.Tech ) ছাত্রীকে হরিণঘাটা গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন পড়ুয়াদের দাবি, বিশ্ববিদ্যালয় চত্বরে রক্তাক্ত অবস্থায় প্রায় ৪০ মিনিট পড়ে ছিলেন সায়নী। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অ্যাম্বুলেন্স থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ কোনরকমের পদক্ষেপ করেনি বলে অভিযোগ। প্রায় ৩০ মিনিট পরে পুলিশ গিয়ে সায়নীকে উদ্ধার করে। মৃতার ক্লাসমেটরা বলছেন, সোমবার ছাত্রীর দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা ছিল। সেইসময় এক শিক্ষক তাঁকে হেনস্থা করেন। সায়নী বারবার আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেও সেই সুযোগ দেওয়া হয়নি তাঁকে। বিশ্ববিদ্যালয়ের একটি অসমর্থিত সূত্রে দাবি করা হয়েছে, পরীক্ষার সময় টোকাটুকি করতে গিয়ে ধরা পড়ে যান ছাত্রী। ম্যাকাউটের তরফে এই নিয়ে অফিসিয়াল কোনও বিবৃতি দেওয়া হয়নি। কী ভাবে সকলের নজর এড়িয়ে পাঁচতলায় পৌঁছে গেলেন ওই ছাত্রী, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version