বুধে বিধানসভায় পেশ রাজ্য বাজেট

0
3

আগামিকাল অর্থাৎ বুধবার পেশ হবে রাজ্য বাজেট। বিকেল ৪টেয় বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে বিকেল ৩-৪৫-এ বিধানসভাতেই হবে মন্ত্রিসভার বৈঠক। রীতিমাফিক এই বৈঠকেই পাশ করানো হবে রাজ্য বাজেট। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এটিই শেষ পূর্ণাঙ্গ বাজেট। আগামী বছর নির্বাচনের আগে শুধু ভোট অন অ্যাকাউন্ট হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের বৈঠকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, সবকিছু একপাশে সরিয়ে রেখে একযোগে বিধানসভার নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে দলকে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য সামাজিক প্রকল্পগুলি একটিও বন্ধ করেননি। বরং উত্তরোত্তর এই প্রকল্পের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। উপকৃত হচ্ছেন কয়েক কোটি মানুষ। বিশেষ করে বাংলার গ্রামীণ অঞ্চলে খেটে-খাওয়া মানুষের মধ্যে এবং প্রান্তিক মানুষের কাছে এই সামাজিক প্রকল্পগুলির গ্রহণযোগ্যতা ও প্রয়োজনীয়তা প্রশ্নাতীত। এবারের বাজেটেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সামাজিক প্রকল্পে কত বরাদ্দ রাখছেন বা বাড়াচ্ছেন সেদিকেও লক্ষ্য থাকবে সকলের। রাজ্য জুড়ে যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে সেসব খাতেও নতুন কী বরাদ্দ আসছে, অথবা কোন খাতে বাজেট-বরাদ্দ বাড়ছে, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পাওয়া যাবে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়।

কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্য কিছুই জোটেনি। বাংলাকে কার্যত অবহেলাই করা হয়েছে। এই প্রেক্ষিতে বাংলার মানুষের জন্য তাদের পাহারাদার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষের সরকার। অর্থ প্রতিমন্ত্রী বাজেটে কী কী ঘোষণা করেন, তা জানতে আগ্রহী বাংলার মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী— এই জনপ্রিয় প্রকল্পগুলির সঙ্গে সবুজসাথীর সাইকেল, মিড-ডে মিল, বিধবা ভাতা বার্ধক্য ভাতা, সংখ্যালঘুদের জন্য বরাদ্দ-সহ একাধিক বিষয়ে চোখ থাকবে সকলের। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের জন্য বিশেষ করে চা-বাগান এলাকায় যেভাবে রাজ্য সরকার পাট্টা এবং চা-সুন্দরী প্রকল্পের কাজে ভরিয়ে রেখেছেন সেখানেও নজর থাকবে। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগের মান বেড়েছে বহুগুণ। বাজির বরাদ্দও বেড়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এ-রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ বেড়েছে কয়েকশো গুণ। এই প্রেক্ষিতে রাজ্য সরকারের চিন্তাভাবনা বাজেটের মধ্যে দিয়ে প্রকাশ পাবে। আগামী কাল বাংলার পাহাড় থেকে সাগর, কোচবিহার থেকে কাকদ্বীপে মানুষ অপেক্ষায় থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এই পূর্ণাঙ্গ বাজেটে কোথায় কী বরাদ্দ হল তা জানতে।

আরও পড়ুন- AI অ্যাকশন সামিট: মার্কিন সফরের আগে ট্রাম্পের ‘পক্ষ’ রক্ষার চেষ্টা মোদির

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_