Tuesday, December 23, 2025

শেষে গোল খাওয়ার ‘রোগ’ নিয়ে কপালে ভাঁজ সিটি কোচ গার্দিওলার

Date:

Share post:

চ্যাম্পিয়ন্স লিগে কাল রাতের ম্যাচসহ সর্বশেষ ৫ ম্যাচে শেষ ১৫ মিনিটে ৮ গোল হজম করল সিটি। এর মধ্যে মঙ্গলবার রাতে রিয়ালের কাছেই হজম করেছে ২ গোল। যে কারণে দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হেরেছে সিটি। শুধু রিয়াল নয়, লিগ পর্বে ফেইনুর্ড ও পিএসজির বিপক্ষেও এগিয়ে থেকে ম্যাচের শেষ দিকে গোল হজম করেছে গার্দিওলার দল। প্রিমিয়ার লিগেও একই ‘রোগ’–এর শিকার সিটি। কোচ গার্দিওলা বলেছেন, এই পরিস্থিতি কীভাবে সামলাতে হবে, দলকে তা বোঝানোর মতো যথেষ্ট যোগ্যতা আমার নেই। সত্যটা হল, আমরা যথেষ্ট সতর্ক নই। এমনটা বহুবার ঘটেছে।

রিয়ালের কাছে প্লে-অফের প্রথম লেগে ৩-২ গোলে হেরেছে সিটি। অথচ প্রথমার্ধ শেষ করেছে ১-০ গোলে এগিয়ে। দ্বিতীয়ার্ধে ৮৫ মিনিট পর্যন্তও এগিয়ে ছিল ২-১ গোলে। এরপর ৮৬ ও ৯২ মিনিটে দুটি গোল হজম করেছে সিটি। ৮৬ মিনিটে ব্রাহিম দিয়াজের গোলে সিটি গোলকিপার এদেরসনের বল ভালোভাবে ক্লিয়ার করতে না পারার ভূমিকা ছিল।অতিরিক্ত সময়ে জুড বেলিংহামের গোলের নেপথ্যে ছিল রিকো লুইসের ডিফেন্ডিং ভুল।

গার্দিওলার কাছে শেষ দিকে তার শিষ্যদের এভাবে গোল হজম নতুন কিছু নয়। তাই রাখঢাক না করেই সিটি কোচ বলেছেন, ২-১ গোলে এগিয়ে থাকার পর যেটা ঘটেছে, সেটা এই মরসুমে ফেইনুর্ড, স্পোর্টিং লিসবন, ব্রেন্টফোর্ড, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও ঘটেছে। শেষ দিকে আমরা হাল ছেড়ে দিয়েছি এবং এটাই প্রথমবার নয়। তবে গার্দিওলাকে অন্য দুশ্চিন্তাও করতে হবে। সেটি আগে গোল করা নিয়ে। অন্তত এর আগে রিয়াল-সিটির শেষ চারবারের সাক্ষাতে সেই ইঙ্গিতই রয়েছে। যে দল আগে গোল করেছে, তারাই শেষ পর্যন্ত বিদায় নিয়েছে!

পরিসংখ্যান বলছে, ২০১৯-২০ মরসুমে শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল গোল করে আগে। শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৪-২ গোলে হেরে রিয়ালই বিদায় নিয়েছিল। ২০২১-২২ মরসুমে সেমিফাইনালের প্রথম লেগে গোল করে সিটিকে এগিয়ে দিয়েছিলেন কেভিন ডি ব্রুইনা। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোলের হারে সিটিই শেষ পর্যন্ত বিদায় নিয়েছিল সেমিফাইনাল থেকে। ২০২২-২৩ মরসুমে সেমিফাইনাল প্রথম লেগে ভিনিসিয়ুস জুনিয়র প্রথম গোলটি করার পর কী হয়েছিল সবারই জানা। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের হেরে বিদায় নিয়েছিল রিয়াল। ২০২৩-২৪ মরসুমে কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে বের্নার্দো সিলভার গোলে এগিয়ে যাওয়া সিটি শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৪-৪ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে হেরে বাদ পড়ে।

রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য এখনই তেমন কিছু ভাবছেন না। ফিরতি লেগ আগামী বুধবার রাতে রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। আনচেলত্তি জানিয়েছেন, এখনই ঢিলেঢালা হওয়ার সুযোগ নেই, ‘ফিরতি লেগে আমাদের ঘুরে দাঁড়াতে হবে না। কিন্তু ফিরতি লেগ আমাদের এমনভাবে খেলতে হবে, ঠিক যেভাবে আমরা এর আগের ম্যাচে খেলেছি।

spot_img

Related articles

আর্থিক ভাবে পিছিয়ে পড়া শহরের বাসিন্দাদের বাড়ির জন্য নয়া উদ্যোগ রাজ্য সরকারের

আর্থিক ভাবে পিছিয়ে পড়া শহরের বাসিন্দাদের মাথার উপর নিজস্ব ছাদ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিল রাজ্য সরকার (West...

প্রত্যন্ত এলাকার মানুষকে শুনানির নোটিশ! হয়রানির প্রতিবাদে কমিশনে তৃণমূল

দ্বীপ এলাকার বাসিন্দাদের নির্বাচন কমিশনের শুনানির জন্য হাজির হতে হবে সরকারি দফতরে। তাও সেটা খুবই সামান্য নামের বানানের...

সামশেরগঞ্জে বাবা-ছেলে খুনে ১৩ দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ জঙ্গিপুর মহকুমা আদালতের

সামশেরগঞ্জে (Samsherganj) হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় দোষী ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল জঙ্গিপুর মহকুমা...

ফের সিইও দফতরের সামনে বিএলওদের বিক্ষোভ-অশান্তি

ফের বিএলওদের বিক্ষোভে (BLO Protest) ধুন্ধুমার কাণ্ড সিইও দফতরের (CEO Department) সামনে। পুলিশের ব্যারিকেড ভাঙার অপরাধে আটক ৭...