Wednesday, August 20, 2025

বড় ধাক্কা ভারতীয় শিবিরে, চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরাহ

Date:

চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন ভারতীয় তারকা বোলার যশপ্রীত বুমরাহ। বুমরাহর জায়গায় দলে হর্ষিত রানা । এদিন এমন্টাই জানান হল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। দলে নেওয়া হয়েছে বরুণ চক্রবর্তীকেও। বাদ পড়েছেন যশস্বী জসওয়ালও।

এদিন বোর্ডের তরফে বলা হয়, চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরাহ। বুমরাহর জায়গায় দলে হর্ষিত রানা।

বর্ডার-গাভাস্কর ট্রফির সিডনি টেস্টে চোটের কারণে মাঠ ছাড়েন বুমরাহ। তারপর আর মাঠে নামেননি ভারতীয় তারকা পেসার। এই মুহুর্তে এনসিএতে রয়েছেন তিনি। সেখানেই চিকিৎসা চলছে বুমরাহর। সূত্রের খবর, শেষ মুহুর্ত পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড চেষ্টা করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরাহকে খেলানোর। বুমরাহর খেলার ১ শতাংশ সম্ভাবনাও থাকলেও তাহলে তাঁকে প্রতিযোগিতায় নিয়ে যাওয়া হত। কিন্তু শেষমেষ হল না। চোটের জন্য ছিটকে যেরে হল বুমরাহকে। আর তাঁর জায়গায় দলে ধুকলেন হর্ষিত । ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় বুমরাহের পরিবর্ত হিসাবে খেলছেন হর্ষিত।

এদিকে ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, সাবস্টিটিউট হিসেবে যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবে থাকছেন। তবে তাঁরা ভারতের মূল দলের সঙ্গে দুবাইয়ে যাবেন না। প্রয়োজন হলে তাঁদের দুবাইয়ে পাঠানো হবে।

এক নজরে ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী।

আরও পড়ুন- হকি বেঙ্গল এবং শ্রাচী স্পোর্টস এর উদ্যোগে পালন করা হল গুরবক্স সিং এর ৯০তম জন্মদিন , বিশেষ সম্মান শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্সদের

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version