Thursday, August 21, 2025

সাড়া দিচ্ছেন প্রতুল: এসএসকেএম হাসপাতালে দেখার পরে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

আগের থেকে শারীরিক পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের (Pratul Mukharjee)। বুধবার, SSKM হাসপাতালে তাঁকে দেখে বেরিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানান, প্রবীণ গায়ক সাড়া দিচ্ছেন। ডায়ালেসিসের পরে কিছুটা ভালো আছেন।

গুরুতর অসুস্থ কিংবদন্তি শিল্পী “আমি বাংলায় গান গাই“য়ের স্রষ্টা প্রতুল মুখোপাধ্যায়। আগেই তাঁর স্বাস্থ্যের খবর নিতে রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অরূপ বিশ্বাসকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এদিন বাজেটের পরে সন্ধেয় এসএসকেএম যান মমতা। বার্ধক্যজনিত একাধিক সমস্যায় ভুগছেন প্রতুল। সপ্তাহ দুয়েক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে একটি মেডিক্যাল বোর্ড।
আরও খবর: ‘ভিশন কর্মসংস্থান’: কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় কথা রাখার বাজেট মুখ্যমন্ত্রীর

SSKM সূত্রে খবর, সেপ্টিসেমিয়া ও নিমুনিয়ায় ভুগছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী। প্রস্রাবের সমস্যা থাকায় মঙ্গলবার দুপুরে ডায়লেসিস করা হয়। এদিন এসএসকেএম গিয়ে প্রতুলের শারীরিক অবস্থার খোঁজ নেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “উনি সাড়া দিচ্ছেন। ডায়ালেসিসের পরে কিছুটা ভালো আছেন। বউদির সঙ্গে কথা হয়েছে।” তিনি জানান, গত দুটি ধরে কোনও সাড়া দেননি গায়ক। এদিন মুখ্যমন্ত্রী তিনি কেমন আছেন, জানতে চাইলে, হাত তুলে জানান। মমতা বলেন, এই সাড়া দেওয়াটা ভালো লক্ষণ।

একই সঙ্গে মেদিনীপুরের দুই প্রসূতির সঙ্গেও এদিন দেখা করেন মুখ্যমন্ত্রী। তাঁদের শারীরিক পরিস্থিতির সম্পর্কে খোঁজ নেন। জানান, চিকিৎসকদের নিরলস পরিশ্রমে সেরে উঠছেন তাঁরা।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version