Monday, August 25, 2025

আন্দোলন-কর্মবিরতির আড়ালে নার্সিংহোমে রোগী দেখে দেদার রোজগার! তথ্য তুলে দ্বিচারিতার পর্দাফাঁস PHA-র

Date:

একদিকে অভয়ার ন্যায় বিচারের দাবিতে আন্দোলন, কর্মবিরতি। আর আড়ালে বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসা পরিষেবা দিয়ে দেদার রোজগার। যতদিন যাচ্ছে, রাজ্য সরকারি হাসপাতালের জুনিয়র ও সিনিয়র ডাক্তারদের একাংশের এই দ্বিচারিতা ক্রমশ সামনে আসছে। সম্প্রতি স্বাস্থ্য ভবনের দেওয়া তথ্যে সামনে আসতেই চোখ কপালে উঠেছে সবার।

স্বাস্থ্য ভবনের তথ্য বলছে, গত পাঁচ থেকে ছ’মাস যাঁরা দ্রোহের শ্লোগান তুলে কর্মবিরতিতে নেমেছিলেন, তাঁরাই ওই সময় বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী প্রকল্পে চিকিৎসা পরিষেবা দিয়ে বিপুল অঙ্কের টাকা রোজগার করেছেন। এখনও পর্যন্ত যেটুকু তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, গোটা রাজ্যে এই অঙ্কটা পাঁচশো কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ‘দ্রোহের পীঠস্থান’ আরজি কর হাসপাতালে জুনিয়র ও সিনিয়র মিলিয়ে ২৯ জন ডাক্তারও এই কাজে জড়িত ছিলেন। সেখান থেকে তাঁদের রোজগারের অঙ্কটা প্রায় ৫ কোটি টাকার কাছকাছি। এই তথ্য সামনে এনে তাঁদের দ্বিচারিতার পর্দাফাঁস করলেন প্রোগ্রেসিভ হেল্থ অ্যাসোসিয়েশন বা পিএইচএ-র প্রতিনিধিরা।

বুধবার আরজি কর হাসপাতালে সাংবাদিক বৈঠকে সংগঠনের সহকারি কোষাধ্যক্ষ ডাঃ দীপাঞ্জন হালদার বলেন, আগস্ট, সেপ্টেম্বর মাসে ওই অভয়ার ন্যায় বিচারের দাবিতে টানা কর্মবিরতি চলছিল। কিন্তু কর্মবিরতি করে গরিব মানুষকে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত করা হল। আরও ওই চিকিৎসকরাই আন্দোলন চলাকালীন বেসরকারি হাসপাতালে গিয়ে সরকারি প্রকল্প স্বাস্থ্য সাথীতে অপারেশন ও চিকিৎসা পরিষেবা দিয়ে রোজগার করলেন। আরজি করের ৭৭ জন সিনিয়র রেসিডেন্ট ডাক্তারের মধ্যে ২২ জন ও ৫৩২ জন জুনিয়র ডাক্তারের মধ্যে ৭ জনের নাম এখনও পর্যন্ত এই তালিকায় পাওয়া গিয়েছে। এরা মিলে প্রায় ৫ কোটি টাকা রোজগার করেছেন। গোটা রাজ্যে অঙ্কটা ৫০০ কোটি ছাড়িয়ে গিয়েছে। এটা কোন ধরনের দ্বিচারিতা? আগামীদিনে এ সংক্রান্ত আরও তথ্য সামনে আসবে বলেও জানিয়েছেন তাঁরা।

তিনি আরও বলেন, থ্রেট কালচারের নামে কিছু লোকের নাম দিয়ে,ছবি দিয়ে পোস্টার ব্যানার বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হল। তাঁদের সম্মানহানি করা হল। কিন্তু তাঁদের বিরুদ্ধে কোনও প্রমাণ দেওয়া হল না। কিন্তু আন্দোলনের নামে কোটি কোটি কোটি টাকা তোলা হল। অনেক ক্ষেত্রে সেই টাকা জমা হল অনেক আন্দোলনকারীর ব্যক্তিগত অ্যাকাউন্টেও। কিন্তু তা নিয়ে প্রশ্ন তুললেই বলা হচ্ছে প্রমাণ দাও! কিন্তু তাঁরা কোনও প্রমাণ ছাড়াও যা ইচ্ছে তা অভিযোগ করে গেলেন। গণতান্ত্রিক আন্দোলনের নামে আমাদের সংগঠনের পোস্টার খুলে দেওয়া, ছিঁড়ে দেওয়া হল, এরা কি সত্যিই গণতান্ত্রিক পথে বিশ্বাস করে? প্রশ্ন তাঁদের।

এর পাশাপাশি এদিনই জুনিয়র ডক্টর্স অ্যাসোসিয়েশনের তরফে জানিয়ে দেওয়া হল, এবার থেকে তাঁরা ডাঃ শশী পাঁজার নেতৃত্বাধীন পিএইচএ-র পরামর্শ ও অভিভাবকত্বেই চলবে। সংগঠনের তরফে শ্রীশ চক্রবর্তী আরও জানান, এদিন থেকেই আনুষ্ঠানিক ভাবে তাঁদের সংগঠনের এনরোলমেন্ট শুরু করা হল। এই সংক্রান্ত ফর্ম প্রকাশ করে তিনি বলেন, যাঁরা আমাদের সংগঠনের সঙ্গে থাকতে চায় তাঁরা এই ফর্ম ফিলাপ করে আবেদন জানাতে পারবেন। যাঁরা এরই মধ্যে সংগঠনের সঙ্গেই আছেন তাঁদেরও এই ফর্ম ফিলাপ করার অনুরোধ জানান হয়েছে।

আরও পড়ুন- মাদক কারবার রুখতে পদক্ষেপ! বুধবার উত্তরবঙ্গের পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক বিনীত গোয়েলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version