Tuesday, August 12, 2025

ইংল্যান্ডের ‘দ্য হানড্রেড’ ক্রিকেট লিগে দল কেনা নিয়ে উঠেপড়ে লেগেছেন আইপিএল মালিকরা। ইতিমধ্যেই লখনউ, মুম্বই এবং হায়দরাবাদের মালিকেরা ইংল্যান্ডের লিগে দল কিনেছেন।ঠিক সেরকমভাবেই একটি দল কেনার চেষ্টায় করেছিলেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান। তবে চেলসির মালিক টড বোয়েলির কাছে হার মানতে হল তাকে।‘দ্য হানড্রেড’-এর ক্লাব ট্রেন্ট রকেট্‌স কেনার জন্য ঝাঁপিয়েছিলেন শাহরুখ।কিন্তু তিনি লড়াইয়ে জিততে পারেননি। বোয়েলি এবং চেলসির ডিরেক্টর জোনাথন গোল্ডস্টেনের যৌথ উদ্যোগে তৈরি রিয়্যাল এস্টেট সংস্থা কেন ইন্টারন্যাশনাল কিনে নিয়েছে রকেট‌্‌সের ৪৯ শতাংশ শেয়ার।জানা গিয়েছে, প্রায় ৪২০ কোটি টাকা দিয়ে রকেটস দলটি কিনেছেন বোয়েলি। ভারতীয় বিনিয়োগকারী অমিত জৈনও এই দলটি কেনার চেষ্টা করেছিলেন। পাশে পেয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। তবে তিনিও দলটি।কনতে সক্ষম হননি।

কেকেআরের মালিক এখন রেড চিলিজ এন্টারটেনমেন্ট সংস্থা। শাহরুখ ছাড়াও এই সংস্থার কর্ণধার হিসাবে রয়েছেন ব্যবসায়ী জয় মেহতা এবং অভিনেত্রী জুহি চাওলা। এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (ত্রিনবাগো নাইট রাইডার্স), মেজর লিগ ক্রিকেট (লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স) এবং আমিরশাহি লিগে (আবু ধাবি নাইট রাইডার্স) দল রয়েছে শাহরুখের সংস্থার।

‘দ্য হানড্রেড’ লিগে লখনউয়ের মালিক আরপিএসজি গ্রুপ কিনেছে ম্যাঞ্চেস্টার অরিজিনাল্স। হায়দরাবাদ কিনেছে নর্দান সুপারচার্জার্স। মুম্বই কিনেছে ওভাল ইনভিন্সিবল্স। পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের মালিক জিএমআর গ্রুপ চেষ্টা করছে সাদার্ন ব্রেভ দলটি কেনার।২০২২ সালে ‘দ্য হানড্রেড’ প্রতিযোগিতা জিতেছিল রকেট্‌স। এই দলে রয়েছেন জো রুট, আলেক্স হেলস, রভমান পাওয়েলের মতো ক্রিকেটার।

 

Related articles

কোনও CC ক্যামেরায় দেখা যায়নি অভয়ার মাকে মারা হয়েছে, ফুটেজে থাকলে দিন: জয়েন্ট CP

বিজেপির কর্মসূচিতে আহত হয়েছিলেন আর জি করের মৃত চিকিৎসক পড়ুয়ার মা। কিন্তু তিনি কীভাবে চোট পেলেন- তা নিয়ে...

জটিল স্নায়ু রোগে আক্রান্ত হয়েই টেনিস ছেড়েছিলেন মনিকা সেলেস

মনিকা সেলেসের (Monica Seles) নামটা শুনলে সবার আগে একটাই ছবি ভেসে ওঠে। স্টেফি গ্রাফের এক ভক্ত ছুড়ি মেরেছিল...

জীবিত মানুষকে মৃত! কমিশনকে কাজ করার নির্দেশ সুপ্রিম কোর্টের

বিহারের ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করলেও জীবিত ভোটারদের মৃত বলে খসড়া তালিকায় পেশ...

ডুরান্ড চলাকালীন কলকাতা লিগ খেলবে না মোহনবাগান

ডুরান্ড কাপ চলাকালীন কলকাতা লিগ খেলবে না মোহনবাগান (Mohunbagan)। আইএফএ (IFA)-কে চিঠি দিয়ে সাফ জানিয়ে দিল মোহনবাগান (Mohunbagan)...
Exit mobile version