Saturday, August 23, 2025

বাংলাকে বঞ্চনা কেন? রাজ্যসভায় ডেরেকের তোপে চুপ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Date:

বাংলা বিরোধী বাজেট নিয়ে বারবার বাংলাকেই অন্যায়ভাবে আক্রমণ করতে গিয়ে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানের তোপের মুখে পড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বৃহষ্পতিবার রাজ্যসভায় বাজেট নিয়ে জবাবি ভাষণ দেন নির্মলা, যেখানে ফের বাংলাকে নিশানা করার চেষ্টা করেন তিনি৷ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সরাসরি নির্মলাকেই নিশানা করেন ডেরেক ও ব্রায়ান৷

বাজেট প্রসঙ্গে তিনটি প্রশ্ন তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জবাব চান তিনি। মনরেগা খাতে বাংলার প্রাপ্য ৭৫০০ কোটি, আবাস যোজনায় প্রাপ্য ৮০০০ কোটি টাকা৷ হ্যাঁ কি না? বাংলা সরকারি নিয়ম মেনে ৯৯ শতাংশ পদক্ষেপ করেছে, তারপরেও কেন বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে? বাংলার ১ লক্ষ ৭ হাজার কোটি টাকা কেন আটকে রাখা হচ্ছে, কেন বাংলার সঙ্গে এই ভাবে অর্থনৈতিক অবরোধ করা হচ্ছে? প্রশ্ন তোলেন ডেরেক৷

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানের এই তিনটি প্রশ্নের একটিরও কোনও সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ উল্টে মুখ বাঁচানোর উদ্দেশ্যে তিনি দাবি করতে থাকেন ডেরেক ও ব্রায়ান রুল মেনে কথা বলছেন না৷ এর পাল্টা দিয়ে ডেরেক জানান, তিনি রাজ্যসভার রুল ২৩৯ অনুযায়ী বক্তব্য রাখছেন৷ রুল ৩২০ অনুযায়ী সংসদ কক্ষে দাঁড়িয়ে কোনও রাজ্যকে নিশানা করা যায় না, সাফ দাবি জানান ডেরেক ও ব্রায়ান৷ ডেরেক আইন মেনে কথা বলছেন বুঝতে পেরে চুপ করে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ বাংলার মানুষকে বঞ্চিত করে এই ভাবে গোটা দেশকে বিভ্রান্ত করতে পারে না মোদি সরকার, দাবি জানান ডেরেক৷

এর পরেই দলগত প্রতিবাদ জানিয়ে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা৷ কিছুক্ষণের মধ্যেই রাজ্যসভা কক্ষ থেকে ওয়াক আউট করে গোটা বিরোধী শিবির৷ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান এদিন যেভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চেপে ধরেছেন সংসদ কক্ষে, তার ভূয়সী প্রশংসা করেছে গোটা বিরোধী শিবির৷

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই শুরু বোর্ডের নতুন নির্দেশিকা, রোহিত-বিরাটদের সঙ্গে যেতে পারবে না তাদের পরিবার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version