Wednesday, November 5, 2025

বাংলাকে বঞ্চনা কেন? রাজ্যসভায় ডেরেকের তোপে চুপ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

Date:

বাংলা বিরোধী বাজেট নিয়ে বারবার বাংলাকেই অন্যায়ভাবে আক্রমণ করতে গিয়ে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানের তোপের মুখে পড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ বৃহষ্পতিবার রাজ্যসভায় বাজেট নিয়ে জবাবি ভাষণ দেন নির্মলা, যেখানে ফের বাংলাকে নিশানা করার চেষ্টা করেন তিনি৷ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সরাসরি নির্মলাকেই নিশানা করেন ডেরেক ও ব্রায়ান৷

বাজেট প্রসঙ্গে তিনটি প্রশ্ন তুলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর জবাব চান তিনি। মনরেগা খাতে বাংলার প্রাপ্য ৭৫০০ কোটি, আবাস যোজনায় প্রাপ্য ৮০০০ কোটি টাকা৷ হ্যাঁ কি না? বাংলা সরকারি নিয়ম মেনে ৯৯ শতাংশ পদক্ষেপ করেছে, তারপরেও কেন বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা হয়েছে? বাংলার ১ লক্ষ ৭ হাজার কোটি টাকা কেন আটকে রাখা হচ্ছে, কেন বাংলার সঙ্গে এই ভাবে অর্থনৈতিক অবরোধ করা হচ্ছে? প্রশ্ন তোলেন ডেরেক৷

তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ানের এই তিনটি প্রশ্নের একটিরও কোনও সদুত্তর দিতে পারেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ উল্টে মুখ বাঁচানোর উদ্দেশ্যে তিনি দাবি করতে থাকেন ডেরেক ও ব্রায়ান রুল মেনে কথা বলছেন না৷ এর পাল্টা দিয়ে ডেরেক জানান, তিনি রাজ্যসভার রুল ২৩৯ অনুযায়ী বক্তব্য রাখছেন৷ রুল ৩২০ অনুযায়ী সংসদ কক্ষে দাঁড়িয়ে কোনও রাজ্যকে নিশানা করা যায় না, সাফ দাবি জানান ডেরেক ও ব্রায়ান৷ ডেরেক আইন মেনে কথা বলছেন বুঝতে পেরে চুপ করে যান কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ বাংলার মানুষকে বঞ্চিত করে এই ভাবে গোটা দেশকে বিভ্রান্ত করতে পারে না মোদি সরকার, দাবি জানান ডেরেক৷

এর পরেই দলগত প্রতিবাদ জানিয়ে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা৷ কিছুক্ষণের মধ্যেই রাজ্যসভা কক্ষ থেকে ওয়াক আউট করে গোটা বিরোধী শিবির৷ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়ান এদিন যেভাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চেপে ধরেছেন সংসদ কক্ষে, তার ভূয়সী প্রশংসা করেছে গোটা বিরোধী শিবির৷

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই শুরু বোর্ডের নতুন নির্দেশিকা, রোহিত-বিরাটদের সঙ্গে যেতে পারবে না তাদের পরিবার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version