পাখির চোখ লিগ-শিল্ড, কেরালার বিরুদ্ধে জয় লক্ষ্য মোলিনার

এই নিয়ে মোলিনা বলেন, “লিগ-শিল্ড চোখের সামনে দেখতে পাচ্ছি। আর দু’পা বাকি।

আগামি শনিবার আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে জোসে মোলিনার দল। আর দু’ম্যাচ জয় করলেই লিগ-শিল্ড পাকা বাগানের। এক্ষেত্রে পরপর দু’বার লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ মোহনবাগানের সামনে। আর এই পরিস্থিতিতে সতর্ক মোহনবাগানের কোচ। এই মুহুর্তে আর কোন ভুল করতে চাইছেন না তিনি।

এই নিয়ে মোলিনা বলেন, “লিগ-শিল্ড চোখের সামনে দেখতে পাচ্ছি। আর দু’পা বাকি। তাই সময় নষ্ট করার কোনও জায়গা নেই। বিষয়টা হালকা ভাবে নিলে হবে না। আরও পরিশ্রম করতে হবে। লিগ-শিল্ড তো আর আমাদের কাছে আসবে না। আমাদের লিগ-শিল্ডের কাছে যেতে হবে। প্রথম কাজ কেরালকে হারানো। আপাতত সেই ম্যাচ নিয়েই ভাবছি। কোচিতে তিন পয়েন্ট পেতে হবে। তাহলে এক পা এগোব। তারপরে ঘরের মাঠে আর এক পা।“

এখানেই না থেমে মোলিনা আরও বলেন, “দলের সকলকে বলেছি, এই পরিস্থিতিতে গা ছাড়া মনোভাব দেখালে হবে না। এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। শেষ কামড়টা দিতেই হবে। পরপর দু’বার লিগ জেতা মোটেই সহজ নয়। সেই কীর্তির সামনে রয়েছি আমরা। পরের দুই ম্যাচ জিতে সেটা করতে চাই।“

পয়েন্ট তালিকায় থাকা প্রথম ছয় দল প্লে-অফে যাবে। তাই সকলেই শেষ কয়েকটি ম্যাচ জিততে চায়। মোলিনার কথায় কেরালও সেই লক্ষ্যেই নামবে। এই সবুজ-মেরুন কোচ বলেন, “লিগের একেবারে শেষ দিকে এসে পৌঁছেছি। এখন সব দলের লক্ষ্য আলাদা। আমরা যেমন লিগ-শিল্ড জিততে চাই, তেমনই অনেকে প্লে-অফে থাকতে চায়। কেরালেরও সেই সুযোগ আছে। তাই ওরাও মরিয়া হয়ে খেলবে। তাই ম্যাচ সহজ হবে না। আমাদের জিততেই হবে।“ মোলিনা আরও বলেন, “ কোনও ম্যাচই সহজ নয়। সব ম্যাচে প্রতিপক্ষ আলাদা। পরিবেশ আলাদা। কেরালের বিরুদ্ধে ওদের মাঠে খেলা খুব কঠিন। পুরো মাঠ ভরে থাকে। ওদের সমর্থকেরা চিৎকার করে দলকে তাতায়। আশা করছি আমরাও সমর্থন পাব। প্রতিটা ম্যাচ অনুযায়ী পরিকল্পনা ঠিক করি। কেরাল ম্যাচের জন্যও আলাদা করে পরিকল্পনা করতে হয়েছে। আশা করছি, সেই পরিকল্পনা কাজে আসবে।“

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই শুরু বোর্ডের নতুন নির্দেশিকা, রোহিত-বিরাটদের সঙ্গে যেতে পারবে না তাদের পরিবার