চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই শুরু বোর্ডের নতুন নির্দেশিকা, রোহিত-বিরাটদের সঙ্গে যেতে পারবে না তাদের পরিবার

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা এক সর্ব ভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, “ এখনও পর্যন্ত ঠিক আছে যে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার যেতে পারবে না।

বর্ডার-গাভাস্কর ট্রফিতে হারের পর টিম ইন্ডিয়ার ওপর একাধিক কড়া নিয়ম চালু করে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মধ্যে অন্যতম হল ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবে না তাঁদের পরিবার। আর সূত্রের খবর, এই নিয়ম জারি হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই। জানা যাচ্ছে, শুধু দলের জন্য কয়েক জন রাঁধুনিকে সঙ্গে নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে বোর্ড। যদিও তারা থাকবেন অন্য হোটেলে।

এই নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা এক সর্ব ভারতীয় সংবাদ সংস্থাকে বলেন, “ এখনও পর্যন্ত ঠিক আছে যে ক্রিকেটারদের সঙ্গে তাদের পরিবার যেতে পারবে না। যেহেতু এই প্রতিযোগিতা এক মাসও চলবে না, তাই বোর্ডের নতুন নির্দেশিকা মানতে হবে। যদি কেউ নিয়ে যেতে চায় তাহলে অধিনায়ক, কোচ ও বোর্ডের অনুমতি নিতে হবে। যদি বিশেষ কারণে কাউকে অনুমতি দেওয়া হয়, তাহলে পরিবারের যাতায়াত, থাকা-খাওয়ার খরচ সেই ক্রিকেটারকেই করতে হবে। বোর্ড এক পয়সাও দেবে না।“

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ভারতের। ভারত যদি ফাইনালেও ওঠে তাহলেও তিন সপ্তাহের বেশি চলবে না প্রতিযোগিতা। আর বোর্ডের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, যদি ৪৫ দিন বা তার বেশি দিনের বিদেশ সফর থাকে তাহলে সেখানে দু’সপ্তাহের জন্য পরিবার ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে। এক্ষেত্রে যেহেতু প্রতিযোগিতার দিন অনেক কম, তাই পরিবার সঙ্গে নিয়ে যেতে পারবেন না ক্রিকেটারেরা। মানতে হবে নতুন নিয়ম।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। তবে ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না , তাই হাইব্রিড মডেলে হবে এই টুর্নামেন্ট। ভারত তার সব ম্যাচ খেলবে দুবাইয়ে।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটরক্ষক হিসাবে কে প্রথম পছন্দ গম্ভীরের? জানিয়ে দিলেন তিনি