চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটরক্ষক হিসাবে কে প্রথম পছন্দ গম্ভীরের? জানিয়ে দিলেন তিনি

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের গম্ভীর বলেন, “ রাহুল আমাদের এক নম্বর উইকেটরক্ষক।

সদ্য ঘোষণা হইয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দল। সেই দলে টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক রয়েছেন দু’জন। একজন কে এল রাহুল আর ওপর জন ঋষভ পন্থ। এরপরই প্রশ্ন উঠছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম একাদশে কে পাবেন সুযোগ? আর এই নিয়ে মুখ খুললেন দলের হেড কোচ গৌতম গম্ভীর। জানিয়ে দিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কে সুযোগ পেতে চলেছেন প্রথম একাদশে।

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের গম্ভীর বলেন, “ রাহুল আমাদের এক নম্বর উইকেটরক্ষক। এই মুহূর্তে এটাই বলতে পারি আমি। পন্থ সুযোগ পাবে। কিন্তু রাহুল ভাল খেলছে। দু’জন উইকেটরক্ষক একসঙ্গে খেলাতে পারব না।“ এখানেই না থেমে ভারতীয় দলের হেড কোচ আরও বলেন, “ আমরা গড় বা পরিসংখ্যান দেখি না। আমরা দেখি কোন জায়গায় কে আমাদের হয়ে সেরাটা দিচ্ছে।“

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে সুযোগ পাননি যশস্বী জসওয়াল। শেষ মুহুর্তে দল থেকে বাদ পড়েছেন তিনি। সেই জায়গায় দলে এসেছেন বরুণ চক্রবর্তী। এই নিয়েও মুখ খোলেন গম্ভীর। এই নিয়ে গৌতম গম্ভীর বলেন, “ আমি দলে এমন এক জন বোলার চেয়েছিলাম, যে উইকেট নিতে পারবে। বরুণ চক্রবর্তী আমাদের সেটা দিতে পারবে। যশস্বীর ভবিষ্যৎ উজ্জ্বল। আমরা তো শুধু ১৫ জনকেই নিতে পারব।“

আরও পড়ুন- বিরাট নন, আরসিবির নতুন অধিনায়ক রজত পতিদার