৪২ দিনে পড়েছে ডায়মন্ড হারবারের (Diamond Harbour) তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উদ্যোগে চলা স্বাস্থ্য শিবির সেবাশ্রয়। শুরু দিন থেকেই প্রায়ই শিবির পরিদর্শন করছেন খোদ ডায়মন্ড হারবারের সাংসদ। কথা বলছেন শিবিরে আসা মানুষ, চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের সঙ্গে। বৃহস্পতিবার, সাতগাছিয়ার বিভিন্ন সেবাশ্রয় শিবির ঘুরে দেখেন অভিষেক। তাঁকে ঘিরে মানুষের ভিড়-আবেগ-উন্মাদনা ছিল তুঙ্গে।

রাজ্য সরকারি স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি নিজের লোকসভা এলাকার মানুষের বাড়ির পাশে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবির চালু করেছেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ অভিষেক। সেখানে গিয়ে নিজে সবার সঙ্গে কথা বলেন তিনি। সেখানে কারও জটিল চিকিৎসা বা অস্ত্রোপচারের ব্যবস্থাও করে দেন অভিষেক। এদিন তিনি যান সাতগাছিয়ার সেবাশ্রয় শিবিরে। তাঁকে ঘিরে উন্মাদনা ছড়ায় স্থানীয়দের মধ্যে। অভিষেকও মিশে যান সাধারণ জনতার মধ্যে। প্রবীণ থেকে নবীন- সকলের কাছে গিয়ে তাঁদের কথা শোনেন তৃণমূল (TMC) সাংসদ। পাশে থাকার আশ্বাস দেন।
আরও খবর: ভুল বোঝাতে সিদ্ধহস্ত BJP, সঠিক তথ্য দিতে ব্যর্থ AAP: দিল্লি ভোটের ফল নিয়ে মন্তব্য অভিষেকের

সাংসদকে কাছে পেয়ে সাতগাছিয়াবাসীর উচ্ছ্বাস দ্বিগুণ হয়। আমজনতাকে নিরাশ করেননি অভিষেকেও। পৌঁছে গিয়েছেন তাঁদের মাঝে। তাঁদের সঙ্গে হাত মেলান অভিষেক। ওষুধ বিতরণ কেন্দ্র থেকে টেস্টিং জোন পর্যন্ত প্রতিটি পরিষেবা খতিয়ে দেখেন, কথা বলেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে।

–


–

–

–

–

–

–

–
