Thursday, December 4, 2025

জামতাড়া গ্যাং রুখতে রাজ্য পুলিশের ‘অপারেশন সাইবার শক্তি’, গ্রেফতার ৪৬

Date:

Share post:

রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে সাইবার প্রতারণা।রুখতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য পুলিশ( state police)। অপারেশন ‘সাইবার শক্তি’তে গত ১৫ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রচুর সংখ্যক সিমকার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করেছেন তদন্তকারীরা।আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এই তথ্য জানান।এদিন তিনি বলেন, দেশজুড়ে সাইবার ক্রাইম( cyber crime) বাড়ছে। প্রতিনিয়ত নিত্যনতুন ফাঁদ পেতে অপরাধ করেই চলেছে তারা। এর ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কৌতূহল নিয়ে লিঙ্কে ক্লিক করে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। আবার ওটিপি পাঠিয়েও জালিয়াতি হচ্ছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে এখন বেশ আতঙ্কে আছেন সাধারণ মানুষ।

তিনি এদিন জানান, সাইবার প্রতারকরা রাজ্যের পশ্চিমাঞ্চলকেই নিজেদের ঘাঁটি বানাচ্ছে। সেখান থেকেই চলছে কোটি কোটি টাকার প্রতারণা চক্র। তিনি বলেন, ‘জামতাড়া থেকে বাংলায় ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে এরা আসছে। তারপর ছোট ছোট গ্যাং করে ফাঁদ পাতছে প্রতারণার। কাজ মিটলে, আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছে এরা। কখনও দিন পনেরো, কিংবা কখনও দিন সাতেকের জন্য জামতাড়া থেকে এ রাজ্যে এসে নির্দিষ্ট এলাকায় প্রথমে বাড়ি ভাড়া নিচ্ছে তারা। তারপর সেখান থেকে প্রতারণার কাজ চালাচ্ছে। তিনি আরও বলেন, শতাধিক ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড-সহ একাধিক জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যে সাইবার প্রতারণা রুখতে চলছে অপারেশন সাইবার শক্তি।

প্রসঙ্গত, ‘সাইবার শক্তি’ নামে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। এই মর্মে ১০টি টিম গঠন করা হয়। অবশেষে সাফল্য এল। তবে এখানেই অভিযান শেষ নয়, এদিন তদন্ত চলাকালীন আরও গ্রেফতারির ইঙ্গিত দিলেন এডিজি। তিনি জানান, অ্যাকাউন্টগুলি থেকে পাওয়া টাকা প্রতারিতদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

এডিজি দক্ষিণবঙ্গ জানান, আসানসোল, বীরভূম, দুর্গাপুর, চন্দননগর, পূর্ব বর্ধমান থেকে একাধিক অভিযোগ জমা পড়ে। কোনও বিখ্যাত সংস্থার নাম করে মূলত সাইবার প্রতারণা করা হয়। ডিজিটাল অ্যারেস্টের অভিযোগও উঠেছে বহু। এছাড়া ভুয়ো চাকরি, ভুয়ো বিনিয়োগ, গ্যাস লাইন দেওয়ার নামে প্রতারণা, সেক্সটরশন-সহ একাধিক অভিযোগ ওঠে। সে কারণে অপারেশন ‘সাইবার শক্তি’ চালু করে রাজ্য পুলিশ। ১০টি টিম গঠন করা হয়।তার সাফল্যও মিলছে।

 

spot_img

Related articles

বচ্চন পরিবারকে বয়কটের দাবি মায়ানগরীর ফটোগ্রাফারদের!

ছবি শিকারীদের অপমান, যোগ্য জবাব পেলেন বলিউডের বর্ষীয়ান 'অ্যাংরি উইম্যান' জয়া বচ্চন (Jaya Bachchan)। এবার তিনিসহ গোটা বছর...

আজ বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভা, তৃণমূল সুপ্রিমোর বার্তা শুনতে রেকর্ড জমায়েতের সম্ভাবনা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে এসআইআর (SIR) পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যে...

হেমন্ত সোরেন যোগ দিচ্ছেন NDA-তে! জবাব দিলেন কংগ্রেসের বেণুগোপাল

পাঁচদিনের জন্য দিল্লি গিয়েছিলেন হেমন্ত সোরেন। এমন নয় প্রথমবার। তাতেই গোদি মিডিয়া তা নিয়ে নানা গুঞ্জন শুরু করে...

কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন! দ্রুত কমছে এসআইআর-এ ভোটারহীন বুথ 

এসআইআর-এর ভোটারহীন বা ‘শুষ’ বুথগুলির সংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে যে সংখ্যা ছিল ২২০৮,...