Thursday, December 25, 2025

জামতাড়া গ্যাং রুখতে রাজ্য পুলিশের ‘অপারেশন সাইবার শক্তি’, গ্রেফতার ৪৬

Date:

Share post:

রাজ্যজুড়ে ক্রমশ বাড়ছে সাইবার প্রতারণা।রুখতে বিশেষ উদ্যোগ নিচ্ছে রাজ্য পুলিশ( state police)। অপারেশন ‘সাইবার শক্তি’তে গত ১৫ দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তের ৪৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রচুর সংখ্যক সিমকার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে। বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করেছেন তদন্তকারীরা।আজ, বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এই তথ্য জানান।এদিন তিনি বলেন, দেশজুড়ে সাইবার ক্রাইম( cyber crime) বাড়ছে। প্রতিনিয়ত নিত্যনতুন ফাঁদ পেতে অপরাধ করেই চলেছে তারা। এর ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। কৌতূহল নিয়ে লিঙ্কে ক্লিক করে সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। আবার ওটিপি পাঠিয়েও জালিয়াতি হচ্ছে। স্বাভাবিকভাবেই এই নিয়ে এখন বেশ আতঙ্কে আছেন সাধারণ মানুষ।

তিনি এদিন জানান, সাইবার প্রতারকরা রাজ্যের পশ্চিমাঞ্চলকেই নিজেদের ঘাঁটি বানাচ্ছে। সেখান থেকেই চলছে কোটি কোটি টাকার প্রতারণা চক্র। তিনি বলেন, ‘জামতাড়া থেকে বাংলায় ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে এরা আসছে। তারপর ছোট ছোট গ্যাং করে ফাঁদ পাতছে প্রতারণার। কাজ মিটলে, আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছে এরা। কখনও দিন পনেরো, কিংবা কখনও দিন সাতেকের জন্য জামতাড়া থেকে এ রাজ্যে এসে নির্দিষ্ট এলাকায় প্রথমে বাড়ি ভাড়া নিচ্ছে তারা। তারপর সেখান থেকে প্রতারণার কাজ চালাচ্ছে। তিনি আরও বলেন, শতাধিক ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড-সহ একাধিক জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। রাজ্যে সাইবার প্রতারণা রুখতে চলছে অপারেশন সাইবার শক্তি।

প্রসঙ্গত, ‘সাইবার শক্তি’ নামে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। এই মর্মে ১০টি টিম গঠন করা হয়। অবশেষে সাফল্য এল। তবে এখানেই অভিযান শেষ নয়, এদিন তদন্ত চলাকালীন আরও গ্রেফতারির ইঙ্গিত দিলেন এডিজি। তিনি জানান, অ্যাকাউন্টগুলি থেকে পাওয়া টাকা প্রতারিতদের ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে।

এডিজি দক্ষিণবঙ্গ জানান, আসানসোল, বীরভূম, দুর্গাপুর, চন্দননগর, পূর্ব বর্ধমান থেকে একাধিক অভিযোগ জমা পড়ে। কোনও বিখ্যাত সংস্থার নাম করে মূলত সাইবার প্রতারণা করা হয়। ডিজিটাল অ্যারেস্টের অভিযোগও উঠেছে বহু। এছাড়া ভুয়ো চাকরি, ভুয়ো বিনিয়োগ, গ্যাস লাইন দেওয়ার নামে প্রতারণা, সেক্সটরশন-সহ একাধিক অভিযোগ ওঠে। সে কারণে অপারেশন ‘সাইবার শক্তি’ চালু করে রাজ্য পুলিশ। ১০টি টিম গঠন করা হয়।তার সাফল্যও মিলছে।

 

spot_img

Related articles

ক্রিসমাসে রক্তাক্ত ঢাকা, চার্চ টার্গেট করে বিস্ফোরণে মৃত ১

বড়দিনের উৎসব শুরু হবার আগেই বুধবার সন্ধ্যায় ককটেল বিস্ফোরণে রক্তাক্ত বাংলাদেশের ঢাকা (Blast in Dhaka, Bangladesh)। মগবাজার ফ্লাইওভারে...

ক্রিসমাসে ঝলমলে পার্কস্ট্রিট, সান্টা টুপি মাথায় বড়দিনের সকালে পিকনিক মুডে বাঙালি

দেখতে দেখতে বছর প্রায় শেষ হতে চলল। ক্রিসমাসের মধ্য দিয়েই যেন বর্ষবরণের আনন্দ অনুষ্ঠানের সূচনা হয়ে যায়। বড়দিনের...

সময়ের দেরিতেই বাঁধা প্রেমের গল্প-২৫ দিনের মাইলস্টোন ছুঁয়ে হলে ‘দেরি হয়ে গেছে’

সুদীপ্ত বন্দ্যোপাধ্যায় নস্টালজিয়া, আবেগ আর রহস্যের মিশেলে দর্শকদের মন জয় করে প্রেক্ষাগৃহে টানা ২৫ দিনের বেশি সময় ধরে সফলভাবে...

নতুন তিন বিমান সংস্থা: ইন্ডিগোর একচেটিয়া দখল ভাঙছে দেশের আকাশে 

দেশের আকাশপথে একচেটিয়া দখল ভাঙতে যাচ্ছে। ইন্ডিগোর বিমান বাতিল ও যাত্রী অসুবিধার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার নতুন তিনটি সংস্থাকে...