Wednesday, August 20, 2025

পার্টিতে সংসদীয় প্রভাব: জ্যোতি বসুকে প্রধানমন্ত্রিত্বে বাধাতেই এখনও সায় CPIM-এর!

Date:

কেন তাঁরা শূন্যে, আবারও প্রমাণ করে দিল সিপিআইএম (CPIM)। ১৯৯৬ সালে তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে (Jyoti Basu) প্রধানমন্ত্রী না হতে দেওয়ার সিদ্ধান্ত এখনও সঠিক বলে মনে করে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি (Central Committee)। কমিটির সাম্প্রতিক দলিলে একেবারে সেই ১৯৯৬ সালের সংশোধনীকেই মান্যতা দেওয়া হয়েছে। এই দলিল প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে মত যেভাবে মানুষের মনোভাব বুঝতে না পেরে ক্রমশ শূন্যে নেমে গিয়েছে বামেরা এবং সেই মনোভাবের যে আজও কোন পরিবর্তন হয়নি তারই প্রতিফলন বামেদের দলিলে।

তামিলনাড়ুর মাদুরাইতে (Madurai) ২ এপ্রিল থেকে সিপিআইএমের পার্টি কংগ্রেস (CPIM Party Congress) অনুষ্ঠিত হবে। তার আগে সর্বসম্মতিক্রমে তৈরি হচ্ছে পার্টির দলিল। আর সেখানেই উল্লেখযোগ্যভাবে যে সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক ভুল’ বলে দাবি করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu), সেই সিদ্ধান্তকেই ফের একবার মান্যতা দিল সিপিআইএম (CPIM)। ১৯৯৬ সালে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া সঠিক বলে নাম না করে দাবি করা হল দলিলে।

কার্যত নিজেদের মনোভাব তুলে ধরতে গিয়ে পার্টির দলিলে বলা হয়েছে, এখনও সদস্যদের মধ্যে সংসদীয় (parliamentary post) মোহ রয়েছে। যা দলের কৌশলগত চলার পথের উপর নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি প্রভাবিত করছে কর্মীদের। সেই সঙ্গে জ্যোতি বসুর (Jyoti Basu) নাম না উল্লেখ করে তাঁকে প্রধানমন্ত্রী (Prime Minister) হওয়া থেকে আটকাতে যে সংশোধনী নোট তুলে ধরা হয়েছিল সিপিআইএমের পক্ষ থেকে, তার উল্লেখ করা হয়েছে।

একদিকে একের পর এক রাজ্যে জমি হারিয়েছে সিপিআইএম (CPIM)। সংসদে (Parliament) তাঁদের হাতে গোনা প্রতিনিধিত্ব। অন্যদিকে তাদের তথাকথিত রণকৌশল যে সাধারণ মানুষ সন্তর্পনে এড়িয়ে চলতে চাইছেন সেটাও বোঝার ক্ষমতা হারিয়েছেন বাম নেতৃত্ব। এখনও তারা সংসদীয় রাজনীতিতে পদাধিকারকে সঠিক লাইন বলে মনে করছেন না। সেখানেই রাজনৈতিকদের মত, এই কারণেই বাংলায় শূন্যে নেমে গিয়েছেন বামেরা।

Related articles

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...
Exit mobile version