হঠাৎ ছ’ডিগ্রি নেমে গেল কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে বেশ খানিকটা তাপমাত্রা কমতে পারে। তবে তার পর আবার পারদ চড়বে। আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে, জানিয়েছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ৫.৮ ডিগ্রি বেশি। ফলে এক রাতেই তাপমাত্রা কমেছে প্রায় ছ’ডিগ্রি। আগামী দু’দিনে রাতের তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি কমতে পারে। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আলিপুর। তবে শীত স্থায়ী হবে না। দু’দিন পর থেকেই তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে।

দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা আছে। বুধ এবং বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। দক্ষিণবঙ্গের বাকি অংশে আবহাওয়া শুকনো থাকবে। কিছু জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কুয়াশার সতর্কতা জারি । উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলাতে আবহাওয়া মূলত শুকনো থাকবে। তবে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে।

বিদায়ের আগে শেষ বার কিছুটা প্রভাব ফেলতে চাইছে শীত। সেই কারণেই তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছে। বিদায়বেলায় এই শীত বেশি দিন স্থায়ী হবে না, মত আবহবিদদের।


–

–

–

–

–

–

–
