Sunday, November 9, 2025

মোদি-জমানাতেই আমেরিকায় সর্বোচ্চ ভারতীয় অনুপ্রবেশ, আরও দুই বিমান ফিরছে শনি-রবিতে

Date:

নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রধানমন্ত্রিত্ব কালে যে ‘বিকশিত ভারত’ দেখেছে দেশের নাগরিকরা তার জেরে গত তিন বছরে দেশে ছেড়ে পালিয়ে বা লুকিয়ে আমেরিকায় অনুপ্রবেশের (illegal immigration) পরিমাণ সর্বোচ্চ, জানাচ্ছে সমীক্ষা। এক বছরে প্রায় ৪৩ হাজার ভারতীয় (Indian) লুকিয়ে আমেরিকায় ঢোকার দায়ে ধরা পড়েছেন মোদি জমানায়। ট্রাম্প (Donald Trump) প্রশাসন সেই ভারতীয়দের দেশে ফেরানোর (deportation) কাজ শুরু করেছে। আগামী শনি ও রবিবার অনুপ্রবেশকারী ভারতীয়দের নিয়ে দুটি বিমান ছোঁবে দেশের মাটি।

আমেরিকার জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দাবি করছে, ২০২০ সালে যেখানে হাজার ভারতীয় ধরা পড়েছিলেন মার্কিন অনুপ্রবেশের (illegal immigration) দায়ে। সেখানে ২০২৩ সালে ধরা পড়েছেন ৪৩ হাজার ভারতীয় (Indian)। চলতি বছরে এখনও পর্যন্ত প্রায় ৪০ হাজার অনুপ্রবেশকারীকে আটক করেছে মার্কিন প্রশাসন। ফলে স্বাভাবিকভাবেই প্লেনে করে তাঁদের দেশে ফেরানোর কাজ যখন শুরু করেছে ট্রাম্প প্রশাসন, তখন তাঁদের হাত-পা শিকলে বাঁধা দেখেও মুখে কুলুপ এঁটেছেন নরেন্দ্র মোদি থেকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)।

যে বিজেপি নেতারা নির্বাচনের আগে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পছন্দসই কাজের খোঁজে যাওয়া মানুষকে পরিযায়ী শ্রমিক আখ্যা দিয়ে বিরোধী রাজ্যগুলিকে টার্গেট করেছে, সেই নরেন্দ্র মোদির সময়ে দেশে ভাগ্যবদলের উদ্দেশে সুদূর মার্কিন মুলুকে পাড়ির পরিমাণ বেড়েছে সর্বকালীন রেকর্ড হয়ে। তবে এবার তাদের দেশে ফেরাতে (deportation) শুরু করেছেন ট্রাম্প (Donald Trump)।

শনিবার আমেরিকা থেকে দ্বিতীয় বিমানে ভারতে পৌঁছাবেন ১১৯ ভারতীয়। অমৃতসর বিমান বন্দরে রাত দশটার পরে সেই বিমান নামবে। ইতিমধ্যেই প্রথম বিমান ১০৪ ভারতীয়কে নিয়ে পৌঁছানোর পরে দেখা গিয়েছে পঞ্জাব (Punjab) থেকে গুজরাটের (Gujarat) বাসিন্দারা সেখানে ছিলেন। দ্বিতীয় বিমানেও পঞ্জাব, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের বাসিন্দারা থাকছেন। তৃতীয় আরেকটি বিমান রবিবার পৌঁছাবে অমৃতসরেই।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version