Thursday, January 22, 2026

বিধানসভায় ভাষণ দিতে চান! ইচ্ছাপ্রকাশ ধনকড়ের, কী বললেন অধ্যক্ষ?

Date:

Share post:

বিধানসভার বাজেট অধিবেশনে ভাষণ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করে চিঠি দিয়েছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যের প্রাক্তন রাজ্যপালের সেই ইচ্ছে কে মর্যাদা দিয়ে বিধানসভায় তাঁর ভাষণের ব্যবস্থা করা যায় কিনা তা খতিয়ে দেখছে সরকারপক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য যে বিধানসভায় উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনও সংস্থান নেই। তবে বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি মীরা কুমারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেজন্য বিধানসভায় বিশেষ অধিবেশনেরও আয়োজন করা হয়েছিল। সেই নজিরকে সামনে রেখে উপরাষ্ট্রপতি ধনকড়ের জন্যও বিশেষ কোনও অধিবেশনের আয়োজন করা যায় কিনা, তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, উপ-রাষ্ট্রপতি নিজে থেকে বিধানসভায় ভাষণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন, এটা নিঃসন্দেহে রাজ্যের জন্য গর্বের বিষয়। তবে মুখ্যমন্ত্রীই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গ বিধানসভায় এসে বক্তব্য রাখার ইচ্ছে প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দূত পাঠিয়ে তিনি নিজের আগ্রহের কথা জানিয়েছেন। তবে নিজের নয় রাজ্যের লিখে দেওয়া ভাষণই পাঠ করতে চান বলে উপরাষ্ট্রপতি চিঠিতে জানিয়েছেন বলে খবর বিধানসভা সূত্রে। উপরাষ্ট্রপতির এই প্রস্তাবিত সফরকে স্বাগত জানিয়ে অধ্যক্ষ বলেন, এই ঘটনা অভূতপূর্ব। ইতিপূর্বে দেশের কোনও উপরাষ্ট্রপতি কোনও বিধানসভায় এসে বক্তব্য রাখেননি। তবে বাজেট অধিবেশনে উপরাষ্ট্রপতিকে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার আইনি সংস্থান নেই। তাই বিশেষ অধিবেশন ডেকে উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন- মালদহে গ্রেফতার মহিলা মাদক পাচারকারী! 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

T20 WC: ইডেন পরিদর্শনে আইসিসির প্রতিনিধি দল, পুলিশের সঙ্গে সিএবির বৈঠক

দুয়ারে টি-টোয়েন্টি বিশ্বকাপ(T20 World Cup)। কলকাতায় বিশ্বকাপের সেমিফাইনাল সহ সাতটি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের ঢাকের কাঠি পড়ে গিয়েছে। তৈরি...

মধ্যমগ্রামের বাদুতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন

ফের ভয়াবহ অগ্নিকাণ্ড মধ্যমগ্রামে (Massive fire in Madhymgram)! সেখানের একটি রং তৈরির রাসায়ানিক কারখানায় বিধ্বংসী এই আগুন লাগার...

৫০বছরের পূর্তির আগেই ‘বই তীর্থ’: গিল্ডের আবদার মেনে বইমেলায় বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধনী মঞ্চেই গিল্ডের আবদার বইয়ের জন্য একটি নির্দিষ্ট জায়গা করে দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

কূটনীতির জন্য ক্রিকেটকে জলাঞ্জলি, বিশ্বকাপ বয়কট বাংলাদেশের

জল্পনার অবসান, টি২০ বিশ্বকাপ (T20 World Cup) খেলতে ভারতে আসবে না বাংলাদেশ (Bangladesh ), ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর...