Friday, August 22, 2025

পূর্ণতার এক অবর্ণনীয় অনুভূতি: হাসপাতালে হাসিবুলকে দেখে লিখলেন অভিষেক

Date:

আলতাফ হোসেন ঘরামির পরে শেখ হাসিবুল। ‘সেবাশ্রয়’-এ গিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) উদ্যোগে রোগমুক্তি হল তরুণের। মেরুদণ্ডের টিউমার নিয়ে সেবাশ্রয়ে গিয়েছিলেন হাসিবুল। অভিষেকের উদ্যোগে কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। শনিবার সেই হাসপাতালে গিয়ে হাসিবুলের সঙ্গে দেখা করেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। পূর্ণতার এক অবর্ণনীয় অনুভূতি অনুভব করলাম- লিখলেন অভিষেক।

মেরুদণ্ডে টিউমার নিয়ে ক্যাম্পে এসেছিলেন হাসিবুল। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে ঠিকমতো হাঁটতেও পারছিলেন না তিনি। কিন্তু ‘সেবাশ্রয়’-এ সেই অস্ত্রোপচারের প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) উদ্যোগে হাসিবুলকে ভর্তি করানো হয়েছিল কলকাতার একটি নামী বেসরকারি হাসপাতালে। সেখানেই গত ১০ ফেব্রুয়ারি হাসিবুলের মেরুদণ্ডের টিউমার সফল অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়। শনিবার সেই হাসপাতালে গিয়ে হাসিবুলের সঙ্গে দেখা করেন অভিষেক।

সেই সাক্ষাতের ছবি ফেসবুকে শেয়ার করে অভিষেক লেখেন,
“স্পাইনাল কর্ড টিউমার শেখ হাসিবুলের হাঁটার ক্ষমতা কেড়ে নিয়েছিল, তাঁর বাম পা অবশ হয়ে গিয়েছিল। আমি যখন তাঁর সঙ্গে প্রথম #Sebaashray ক্যাম্পে দেখা করি, তাঁর চোখে লড়াই করার দৃঢ়তা ছিল। আমি জানতাম আমাদের কাজ করতে হবে।“
আরও খবর: শান্তিপুর হাসপাতালের বমি-কাণ্ডে তদন্ত কমিটি গঠন, শোকজ অভিযুক্ত চিকিৎসককে

এদিন তাঁকে দেখে খুশি অভিষেক। লেখেন, “আজ, আমি যখন তাঁর সামনে দাঁড়িয়েছিলাম, তাঁর অনাবিল আনন্দ দেখে, আমি পূর্ণতার এক অবর্ণনীয় অনুভূতি অনুভব করেছি। আমি আত্মবিশ্বাসী যে অনেক আগেই হাসিবুল নতুন শক্তিতে জীবনকে আলিঙ্গন করবে।“ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায়, কোনও সেবাশ্রয়-এ কেউ একা লড়ে না, কোনও স্বপ্ন সেখানে অধরা নয়।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version