Thursday, August 21, 2025

শান্তিপুর হাসপাতালের বমি-কাণ্ডে তদন্ত কমিটি গঠন, শোকজ অভিযুক্ত চিকিৎসককে

Date:

শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের (Shanripur State Genarel Hospital) ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন হল। অসুস্থ শিশুর বমি তার বাবাকে দিয়েই পরিষ্কার করানোর ঘটনায় শোরগোল পড়ে যায়। শোকজ করা হয়েছে অভিযুক্ত চিকিৎসককে। ৭২ ঘণ্টার মধ্যে জবাব তলব হাসপাতাল কর্তৃপক্ষের।

৫ বছরের অসুস্থ মেয়েকে নিয়ে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে (Shanripur State Genarel Hospital) গিয়েছিলেন বাবা। সেখানেই বমি করে ফেলে শিশুটি (Child)। অভিযোগ, সেই বমি তার বাবাকেই পরিষ্কার করতে বলেন ডাঃ তন্ময় সরকার। সেই ঘটনা রেকর্ড করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। চাঞ্চল্য ছড়ায় স্বাস্থ্য দফতরেও।

ঘটনা প্রসঙ্গে শিশুটির বাবা জানান, “আমি যখন জরুরি বিভাগে ডাক্তার দেখাতে যাই তখন আমার মেয়ে ওখানে বমি করে ফেলে। ওখানে থাকা ডাক্তার আমাকে সেই বমি পরিষ্কার করতে জোর করেন। বলেন সুইপার নেই। আপনাকেই এটা করতে হবে। বাধ্য হয়ে বমিটা পরিষ্কার করি। আমি মনে করি সরকারি হাসপাতালে এ ঘটনা খুবই লজ্জাজনক। আমার সম্মানহানি হয়েছে।”

ঘটনার জেরে অভিযুক্ত তন্ময় সরকারকে শোকজ করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত কমিটির কাছে জবাব দিতে হবে তাঁকে। নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষের।
আরও খবর: মিড-ডে মিলে আরও দুদিন ডিম, ফল: বাংলাতেই প্রকল্পের টাকার সঠিক ব্যবহার

যদিও অভিযুক্ত চিকিৎসকের সাফাই, “রাতে কোনও সুইপার ছিল না। তাহলে তো আমাকেই করতে হতো। ওনার বাচ্চা, ওনার যদি বমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো শেষ পর্যন্ত আমাকেই পরিষ্কার করতে হত। অনেক রোগী আসছিল, বমির উপরেই চলছিল হাঁটাচলা। এখন এটা নিয়ে এ কথা হলে কিছু বলার থাকে না।”

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version