Friday, August 22, 2025

মিড-ডে মিলে আরও দুদিন ডিম, ফল: বাংলাতেই প্রকল্পের টাকার সঠিক ব্যবহার

Date:

রাজ্য বাজেটে শিক্ষায় ৪১ হাজার কোটি বরাদ্দ করে বাংলার সরকার স্পষ্ট করে দিয়েছিল শিক্ষাকে কতটা গুরুত্ব বাংলায় দেওয়া হয়। এবার শিক্ষার্থীদের স্বাস্থ্যেও নজর রাজ্য সরকারের মিড-ডে মিলের (mid-day meal) খাবারে অতিরিক্ত পুষ্টি (supplementary nutrition) দেওয়ার পরিকল্পনা থেকেই বাড়ানো হল ডিম (egg) দেওয়ার পরিমাণ ও যুক্ত করা হল ফল। কেন্দ্রের সরকার বিরোধীদের চাপে মিড-ডে মিলে গত অর্থবর্ষে শেষ পর্যায়ে যে অতিরিক্ত অর্থ বরাদ্দ করেছে, তার যথাযথ ব্যবহার করতেই এই উদ্যোগ রাজ্য সরকারের।

রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এখন থেকে সপ্তাহে একদিনের বদলে তিনদিন পড়ুয়ারা মিড-ডে মিলে (mid-day meal) ডিম পাবে। সেই সঙ্গে পাবে ফল। তার জন্য অতিরিক্ত পড়ুয়া প্রতি ৮ টাকা করে খরচ বাড়বে।  রাজ্যের ৮৫ লক্ষ ৯৩ হাজার ৭৮৩ পড়ুয়াকে সাপ্লিমেন্টারি পুষ্টি (supplementary nutrition) দিতে খরচ হবে ৭৫ কোটি ৬২ লক্ষ ৫৩ হাজার টাকা। চলতি অর্থবর্ষের শেষ অর্থাৎ ৩১ মার্চের মধ্যে এই টাকায় এই সাপ্লিমেন্টারি পুষ্টি দেওয়া হবে। তাই এই নির্দেশিকা ৩১ মার্চের মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতদিন সপ্তাহে একদিন ডিম বরাদ্দ ছিল পড়ুয়াদের জন্য। রাজ্য সরকার আগেই সাপ্লিমেন্টারি পুষ্টির (supplementary nutrition) জন্য পরিকল্পনা করেছিল। এবার সেই পরিকল্পনা কার্যকর হবে অতিরিক্ত ডিম ও ফল দেওয়ার মধ্যে দিয়ে। কেন্দ্রের সরকার যেভাবে প্রকল্পের টাকা ব্যবহার না হওয়া নিয়ে রাজ্যের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালায়, তার মোক্ষম জবাব হয়েছে এই পদক্ষেপ। কেন্দ্রের বরাদ্দ অর্থ রাজ্যের তহবিলে আসতেই তা নিয়ে পড়ুয়াদের প্রতি ইতিবাচক পদক্ষেপ রাজ্যের সরকারের।

Related articles

অপমানিত দিলীপ; রবিশঙ্করের আশ্রমে যাওয়ার আগে বললেন, জোর ধাক্কা খাবে

প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের অনুষ্ঠানে ডাক না পেয়ে ক্ষুব্ধ -হতাশ দিলীপ ঘোষ (Dilip Ghosh) চলে গেলেন বেঙ্গালুরুতে। সেখানে সস্ত্রীক...

কৌশিকী অমাবস্যার প্রার্থনায় ফললাভ, তারাপীঠে লক্ষাধিক ভক্ত সমাগমে জোরদার নিরাপত্তা 

আদ্যাশক্তির বিশেষ প্রকাশে খুলে যাবে স্বর্গ নরকের দরজা! আজ কৌশিকী অমাবস্যায় (Kaushiki Amavasya) সাধক থেকে পুণ্যার্থী, পর্যটক থেকে...

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...
Exit mobile version