Friday, January 2, 2026

দিল্লিতে প্রতিহিংসার রাজনীতি! কেজরি-জমানার বাংলো সংস্কার নিয়ে তদন্তের নির্দেশ কেন্দ্রের

Date:

Share post:

ভোটে জিতেই প্রতিহিংসার রাজনীতি শুরু বিজেপির (BJP)। দিল্লিতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন সংস্কারে দুর্নীতির অভিযোগ নিয়ে মাঠে নেমেছে তারা। রাজধানীর নির্বাচনেও এটিকেই ইস্যু করেছিল গেরুয়া শিবির। এবার ক্ষমতায় আসতেই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পূর্ত দফতর (CPWD)। তবে, সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন আপ (APP) নেতা অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

৬ নম্বর ফ্ল্যাগস্টাফ রোডে দিল্লির মুখ্যমন্ত্রীর সরকারি বাংলো। ৪০ হাজার বর্গফুট এলাকা জুড়ে এই বাংলোতেই ২০১৫ সাল থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত থাকতেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী থাকালীন তাঁর সরকারি বাসভবন কেজরিওয়াল (Arvind Kejriwal) বিপুল ব্যয়ে সাজানো বলে অভিযোগ। এই বাসভবন সংস্কারে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ করেছে বিজেপি। এবারের দিল্লি নির্বাচনে বিষয়টিকে ইস্যু করে তারা। বাংলোটিকে ‘শিশমহল’ বলে কটাক্ষ করেন দিল্লির বিজেপি নেতারা।

অক্টোবরে একটি রিপোর্ট জমা দিয়েছিল পূর্ত দফতর। সেখানে ওই সরকারি বাংলোতে একাধিক বিলাসবহুল আসবাব, যন্ত্রপাতির কথা উল্লেখ করা হয়েছিল। ১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় পূর্ত দফতরে আরও একটি রিপোর্ট জমা পড়ে। তার প্রেক্ষিতেত কেন্দ্রের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

আট একর জমি জুড়ে অবস্থিত ওই বাংলোটি চারটি সরকারি জমি বেআইনি ভাবে আত্মসাৎ করে সম্প্রসারণ করা হয়েছে বলে অভিযোগ। এই বিষয়ে দিল্লির লেফ্‌টেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনাকে গত সোমবার চিঠি দেন দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্র সচদেব। বিজেপি জানিয়েছে, তাঁদের দলের মুখ্যমন্ত্রী ওই বাংলোতে থাকবেন না।
আরও খবর: এবছর প্রথা মেনেই বসন্ত উৎসব বিশ্বভারতীতে, অবাধ প্রবেশে লাগাম

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কেজরিওয়াল বলেন, বিজেপি নিজেদের দোশ ঢাকতে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে অপপ্রচার চালাচ্ছে। রাজনৈতিক বিরোধীদের সঙ্গে প্রতিহিংসামূলক রাজনীতি করার অভিযোগ গেরুয়া শিবিরের বিরুদ্ধে দীর্ঘদিনের। দিল্লি ভোটের পরে এই অভিযোগ আরও গুরুত্ব পেল।

spot_img

Related articles

শাহি টনিকেই ময়দানে! কী কথা হয়েছেন দুজনের-ফাঁস করলেন দিলীপ

কাজ করতে বলেছেন অমিত  শাহ। শাহি নির্দেশ মেনে মাঠে নেমে পড়েছেন। শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে জানালেন বিজেপির (BJP) প্রাক্তন...

ঘরের মাঠে আইপিএল খেলবেন না যশস্বীরা, বিকল্প ভেন্যু বেছে নিল রয়্যালস ব্রিগেড

রাজস্থান ক্রিকেট সংস্থায় চলছে ডামাডোল। তার জেরেই আগামী আইপিএলে ঘরের মাঠে খেলবে না রাজস্থান রয়্যালস(Rajasthan Royals )। চলতি...

শর্তসাপেক্ষ অনুমতিতে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’ শুভেন্দুর

মালদার চাঁচলের কলমবাগানে অনুষ্ঠিত হতে চলেছে বিজেপির তথাকথিত ‘পরিবর্তন সংকল্প সভা’। শুক্রবার সভায় উপস্থিত থাকার কথা বিরোধী দলনেতা...

জঙ্গি তকমা! অভিমান নিয়ে অবসর ঘোষণা খোয়াজার

অভিমানকে সঙ্গী করেই আন্তর্জাতিক ক্রিকেট(international cricket) থেকে অবসর ঘোষণা করলেন উসমান খোয়াজা (Usman Khawaja)। সিডনি টেস্টের পরই ব্যাগি...