Saturday, November 8, 2025

বহু লবি বঙ্গ বিজেপিতে! তাল তুলছে বিরোধী দলনেতার বিরুদ্ধেই

Date:

বঙ্গ বিজেপিতে আড়াআড়ি বিভাজন। আদি-নব্য-তৎকাল দ্বন্দ্ব তো ছিলই, এখন আরও বহু লবিতে বিভক্ত বঙ্গ বিজেপি। দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি-র পর এখন অলিতে গলিতে গজিয়ে উঠছে বিজেপির নতুন নতুন গোষ্ঠী। একই অপরের বিরুদ্ধে তারা সর্বদাই তাল ঠুকছে।

সম্প্রতি বঙ্গ বিজেপি তোলপাড় দলের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ‌্যায়ের একটি ফেসবুক পোস্ট ঘিরে। সেই ফেসবুক পোস্টে তিনি গর্জে উঠেছেন অধিকারীদের বিরুদ্ধে। এমনকী তা গড়িয়েছে দিল্লি পর্যন্ত। কেন্দ্রীয় নেতৃত্বে চাপে শেষে ফেসবুক পোস্ট মুছতে বাধ্য হয়েছেন বিদ্রোহী নেতা।

ফেসবুক পোস্টে তাঁর অভিযোগ ছিল বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারীর করা স্কুল সার্ভিস কমিশনে নিয়োগের সুপারিশ নিয়ে। এসএসসিতে চাকরির সুপারিশের তালিকার প্রথমেই ছিল বিজেপি নেতা দিব্যেন্দুর নাম। ছিল বিজেপি নেত্রী ভারতী ঘোষের নামও। জগন্নাথ চট্টোপাধ্যায় সেই পোস্টে প্রচ্ছন্ন হুমকি দেন এঁরা কেউ ছাড় পাবেন না। সরাসরি ভাইকে টার্গেট ভালো চোখে নেননি বিরোধী দলনেতা। বঙ্গ বিজেপির কঙ্কালসার অবস্থাটা বেরিয়ে পড়ে তারপরই। বঙ্গ বিজেপিতে যে এখন অনেক লবি বিরোধী দলনেতার বিরুদ্ধে সক্রিয়, তার প্রমাণ উঠে আসছে পরতে পরতে। বর্তমানে জগন্নাথের লবি গদ্দারের আধিপত্য খর্ব করার চেষ্টায় তৎপর হয়ে উঠতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

জগন্নাথের পোস্ট দেখে শনিবার দুপুরেই দিল্লিতে নালিশ করেন বিরোধী দলনেতা। এরপরই দিল্লির কেন্দ্রীয় নেতারা জগন্নাথকে পোস্টটি মুছে ফেলার নির্দেশ দেন। একই সঙ্গে বেরিয়ে আসে বিজেপির অন্তর্কোন্দলের হাল হকিকত। শুধু কি একা জগন্নাথ, বিজেপির রাজ‌্য সাধারণ সম্পাদকের পোস্টটি রিপোস্ট করে হিন্দু সংহতির সভাপতি শান্তনু সিনহাও প‌্যারাসুটে করে নামিয়ে আনা বিজেপি নেতাদের এক হাত নিয়েছেন। বুঝিয়ে দিয়েছেন নব্য বিজেপিদের কোনও জায়গা নেই, যতই তাঁরা কেন্দ্রীয় নেতৃত্বের আশীর্বাদ ধন্য হন।

আরও পড়ুন- বরাদ্দ ১৫ কোটি! ঢেলে সাজছে রাজ্যের ড্রাগ টেস্টিং ল্যাব

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version