দাপট অব্যাহত মোহনবাগানের, অ্যাওয়ে ম্যাচে কেরালাকে হারাল ৩-০ গোলে

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই।

আইএসএল-এ দাপট অব্যাহত মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন অ্যাওয়ে ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারাল ৩-০ গোলে। বাগানের হয়ে জোড়া গোল জেমি ম্যাকলারেনের। ওপর গোল আলবার্তো রদ্রিগেজের। এই জয়ের ফলে ৪৯ পয়েন্ট নিয়ে লিগ-শিল্ড জয় কার্যত পাঁকা করে ফেলল জোসে মোলিনার দল। ম্যাজিক ফিগার ৫১ পয়েন্ট। ২৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামবে দল। সেই ম্যাচ জয় করলেই পর পর দ্বিতীয় লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হবে মোহনবাগান।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে ম্যচে ধীরে ধীরে দাপট দেখায় মোহনবাগান । যার ফলে ম্যাচের ২৮ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। বাগানকে গোল করে এগিয়ে দেন ম্যাকলারেন। ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণের দাপট বজায় রাখে মোলিনার দল। যার ফলে ম্যাচের ৪০ মিনিটে বাগানের হয়ে ২-০ করেন সেই ম্যাকলারেন। কেরালার গোলকিপার সুরেশের মাথার উপর দিয়ে বল ভাসিয়ে গোল জেমির। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকে সবুজ-মেরুন।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে মোহনবাগানের আক্রমণের দাপট। যার ফলে ম্যাচের ৬৬ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় । বাগানের হয়ে ৩-০ করেন রদ্রিগেজ । এরপরও আক্রমণে ঝাঁপায় মোলিনার দল। তবে ব্যবধান বাড়াতে পারেনি মোহনবাগান।

আরও পড়ুন- বিরাট আর্থিক প্র.তারণার শিকার বোল্ট, জামাইকা সরকারের বিরুদ্ধে অভিযোগ বোল্টের আইনজীবীরÂ