Wednesday, November 12, 2025

ওয়াকফ অশান্তি! মুখ্যসচিবের কাছে জমা পড়ল মুর্শিদাবাদের রিপোর্ট

Date:

মুর্শিদাবাদ জেলার সুতি, ধুলিয়ান ও সামশেরগঞ্জ এলাকায় ওয়াকফ (সংশোধনী) আইন ২০২৫-এর বিরুদ্ধে প্রতিবাদ থেকে সৃষ্ট হিংসায় প্রায় ১০৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা প্রশাসনের প্রাথমিক সমীক্ষায় উঠে এসেছে। এই সংক্রান্ত একটি রিপোর্ট রাজ্যের মুখ্যসচিবের কাছে জমা দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে হিংসায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের ‘বাংলার বাড়ি’ প্রকল্পের অধীনে পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন। সম্প্রতি মুখ্যসচিব মনোজ পন্থে র নেতৃত্বে  এক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, যাঁরা বর্তমানে ত্রাণ শিবিরে রয়েছেন, তাঁদের নিজ নিজ ঠিকানায় ফিরে এলে দ্রুত ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় পুনর্বাসন প্রদান করা হবে। বৈঠকে পঞ্চায়েত দফতরের সচিব পি উলগানাথন উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ঘোষিত দোকান ক্ষতিপূরণের প্রসঙ্গে, মুখ্যসচিব  পঞ্চায়েত সচিবকে জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে ক্ষতিগ্রস্ত দোকানগুলির সমীক্ষা করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। মুর্শিদাবাদের অতিরিক্ত জেলা শাসককে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সবরকম ব্যবস্থা গ্রহণ ও সহায়তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ৮ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চলা এই হিংসায় ৩ জন নিহত হন এবং ২৭৪ জনের বেশি গ্রেফতার হন। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনের জন্য সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুন – সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ! সেবাশ্রয় শিবিরের আওতায় বিনামূল্যে ছানি অপারেশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...
Exit mobile version