Thursday, August 21, 2025

এবার হাসপাতালে ভর্তি না হলেও মেডিক্লেমের সুবিধা পাওয়া যাবে

Date:

হাসপাতালে ভর্তি না হয়ে কোনও ছোট অস্ত্রোপচার হলেও মিলবে মেডিক্লেমের সুবিধা। সোমবার রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন বঙ্গের স্বাস্থ্যবিমা সংস্থার কর্তারা। এদিন স্বাস্থ্যবিমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ডে কেয়ার সার্জারির জায়গাটায় একটা অস্বচ্ছতা ছিল। বেসরকারি হাসপাতালে জোর করে রোগীকে ভর্তি করা হত। বৈঠকে ইনসিওরেন্স সংস্থা আমাদের জানিয়েছে, ডে কেয়ার সার্জারিও তারা স্বাস্থ্যবিমার মধ্যে আনছে। এদিন স্বাস্থ্যবিমা সংস্থাগুলিকে জানানো হয়েছে, একাধিক বিমা সংস্থার ইনসিওরেন্স অ্যাপ্রুভাল মেমোতে কিছু অস্বচ্ছতা আছে। দ্রুত তা সংশোধন করতে হবে। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, সমস্ত বিমা সংস্থা কনজিউমেবেল আইটেমকে বিমার আওতায় আনার কথা দিয়েছে।

গজ-তুলো, মাস্ক, সার্জিক্যাল গ্লাভস, ইঞ্জেকশনের সিরিঞ্জ, এসবই কনজিউমেবেল আইটেম। এতদিন বিমায় এই ধরনের জিনিসকে নন মেডিক্যাল আইটেম বলে গণ্য করা হত। যার জন্য খরচ দিত না অধিকাংশ বিমা সংস্থা। হাসপাতালে ভর্তি হলে এসবের প্রয়োজন। যার জন্য বড় অঙ্কের টাকা যায় রোগীর পকেট থেকে। এদিন স্বাস্থ্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সমস্ত বিমা সংস্থা জানিয়েছে, এই ‘কনজিউমেবেল আইটেম’কেও মেডিক্লেমের আওতায় আনা হবে। স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, মেডিক্লেমের বিল বিমা সংস্থা মেটাতে দেরি করলেও তার জন্য ছুটি হয়ে যাওয়া রোগীকে হাসপাতালে আটকে রাখা যাবে না। বিল মেটাতে দেরি হওয়া নিয়ে বেসরকারি হাসপাতালের যুক্তি, টিপিএ অ্যাপ্রুভাল আসছে না। অন্যদিকে টিপিএ-দের (থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর) বক্তব্য, আমরা চেষ্টা করি দু’ঘণ্টার মধ্যে সমস্ত অ্যাপ্রুভাল ছেড়ে দিতে। কিন্তু বেসরকারি হাসপাতালে যাঁরা বসে থাকেন তাঁরা ঠিকমতো সমস্ত ডকুমেন্ট আপডেট করেন না। স্বাস্থ্য কমিশনের কড়া নির্দেশ, বেসরকারি হাসপাতাল-বিমা সংস্থা নিজেরা আলোচনা মিটমাট করবেন। রোগীকে আটকে রাখা যাবে না।

আরও পড়ুন – ওয়াকফ অশান্তি! মুখ্যসচিবের কাছে জমা পড়ল মুর্শিদাবাদের রিপোর্ট

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version