তাঁর গাড়িতে হামলার ঘটনার পরে এবার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের (Sabitri Mitra) গাড়ির চালকের উপর হামলার অভিযোগ উঠল মালদহে (Maldah)। শুক্রবার, মধ্যরাতে পুরাতন মালদহের নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের ব্লকের সামনে ঘটনাটি ঘটে। জখম অবস্থায় সাবিত্রীর গাড়ির চালক অনুপ সাহাকে (Anup Saha) মৌলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি।

পরিবারের অভিযোগ, শুক্রবার রাত আড়াইটে নাগাদ সপরিবারে নিমন্ত্রণ বাড়ি থেকে ফিরছিলেন অনুপ সাহা (Anup Saha)। একটু পিছিয়ে পড়েছিলেন তিনি। সেই সময়ই মুখে কাপড় বাঁধা অবস্থায় কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। অনুপকে এলোপাথাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে ছুটে আসেন তাঁর স্ত্রী-সহ অন্যান্যরা। তাঁদের দেখেই দুষ্কৃতীরা চম্পট দেয়। রক্তাক্ত অবস্থায় অনুপকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি বাড়িতে রয়েছেন।
শনিবার সকালে অনুপের সঙ্গে দেখা করতে যায় মালদহ থানার পুলিশ আধিকারিকরা। অনুপ জানান, তিন-চার জনকে ব্লক গেটের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে তিনি ভিডিও করতে গিয়েছিলেন। সেই কারণেই তাঁর উপর হামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।

–

–

–

–

–

–

–
