Friday, August 22, 2025

লক্ষ্য লিগ-শিল্ড জয়, কেরালার বিরুদ্ধে তিন পয়েন্ট পাখির চোখ মোলিনার

Date:

আজ আইএসএল-এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। অ্যাওয়ে ম্যাচে বাগানের সামনে কেরালা ব্লাস্টার্স। আইএসএল লিগ-শিল্ড জয় থেকে মাত্র ছ’ পয়েন্ট দূরে দাঁড়িয়ে সবুজ-মেরুন। তাই কোচিতে কেরালাকে হারালেই লিগ-শিল্ড খেতাব কার্যত মুঠোয় নিয়ে ফেলবে জোসে মোলিনার দল। তাই এই ম্যাচকে হাল্কাভাবে নিতে নারাজ বাগান কোচ।

২১ ম্যাচে ৪৬ পয়েন্ট এখন সবুজ-মেরুনের। ম্যাজিক ফিগার ৫১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা এফসি গোয়া তার বেশি পয়েন্ট পাবে না। তাই কেরালা জয় করে ৪৯ পয়েন্ট নিয়েই ২৩ ফেব্রুয়ারি ঘরের মাঠে ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামতে চায় মোলিনা ব্রিগেড। সেক্ষেত্রে যুবভারতীতেই শিল্ড জয়ের সেলিব্রেশনের সুযোগ থাকবে জেমি ম্যাকলারেনদের কাছে। আপাতত সব ভুলে আজ কেরালা জয়ে ফোকাস মোহনবাগানের।

শুক্রবার দুপুরে কোচি রওনা হয় মোলিনার দল। চোটের কারণে সাহাল আব্দুল সামাদ, আশিস রাই ও অনিরুদ্ধ থাপাকে ছাড়াই কেরালা ম্যাচে খেলতে গিয়েছে মোহনবাগান। কার্ড সমস্যায় এই ম্যাচে নেই গ্রেগ স্টুয়ার্ট। তাই তিনিও যাননি। বাকিদের নিয়েই গত কয়েকদিনের অনুশীলনে কেরালা-বধের রণকৌশল তৈরি করেছেন কোচ মোলিনা। কেরালার ম্যাচের আগে বাগানের স্প্যানিশ কোচের গলায় সতর্কতার সুর। মোলিনা বললেন, ‘‘লিগ-শিল্ড জেতার পথে প্রথম ধাপ হল কেরালাকে হারানো। কোচিতে তিন পয়েন্ট পেতে হবে। তাহলে এক পা এগোব। তারপর ঘরের মাঠে আর এক পা।”

ফুটবলারদের এই বার্তা দিয়েই তাতাচ্ছেন মোলিনা। তিনি চান না, ফটবলাররা গা-ছাড়া মনোভাব দেখাক। মোহনবাগান কোচ বললেন, ‘‘দলের প্রত্যেককে বলেছি, এই পরিস্থিতিতে শৈথিল্যের জায়গা নেই। খুব গুরুত্বপূর্ণ সময়। পরপর দু’বার লিগ-শিল্ড জয় একেবারেই সহজ ব্যাপার নয়। সেই মাইলফলকের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। আমাদের সতর্ক থাকতে হবে।”

শুভাশিস বসু, আলবার্তো, অলড্রেডদের পাশে রক্ষণে আশিসের জায়গায় দুরন্ত ফর্মে থাকা দীপেন্দু বিশ্বাসই শুরু করবেন। দুই উইংয়ে লিস্টন ও মনবীর। মাঝমাঠে সাহাল ও গ্রেগের জায়গায় শুরু করতে পারেন আপুইয়া ও দীপক টাংরি। তৈরি থাকছেন আশিক কুরুনিয়ন, অভিষেক সূর্যবংশীও। আপফ্রন্টে ম্যাকলারেনের সঙ্গী হয়তো কামিন্স।

আট নম্বরে থাকা কেরালা সামনে রয়েছে সুপার সিক্সে ওঠার সুযোগ। নোয়া সাদিউ চোটের কারণে না থাকলেও লুনা, জিমিনেজদের নিয়ে ঘরের মাঠে ভরা গ্যালারির সমর্থন নিয়ে জয় ছিনিয়ে নিতে মরিয়া কেরাল। মোলিনা তাই বললেন, ‘‘কেরালার বিরুদ্ধে খেলা কঠিন। সমর্থকরা চিৎকার করে দলকে তাতায়। ওদের সামনেও প্লে-অফে খেলার সুযোগ রয়েছে। সহজ হবে না ম্যাচ।”

আরও পড়ুন-শামির হাতেই রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার ভাগ্য ভারতের, ভবিষ্যদ্বাণী জ্যোতিষীর 

Related articles

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...
Exit mobile version