Friday, August 22, 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্পে ঘুচছে বেকারত্ব। এগিয়ে চলেছে বাংলা। তার প্রমাণ ‘উৎকর্ষ বাংলা’র (Utkarsh Bangla) পরিসংখ্যানই। বাংলার ১০ লক্ষ যুবক-যুবতীর কর্মসংস্থানের কারিগর ওই প্রকল্প। মুখ্যমন্ত্রী এবার বাজেট পেশের পর সেই সাফল্যের কথা তুলে ধরেন সাংবাদিক বৈঠকে। সেই পরিসংখ্যান তুলে ধরা হয় তৃণমূলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও।

বাংলার পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ে তুলতে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর উদ্যোগেই উৎকর্ষ বাংলার প্রশিক্ষণের (training) মাধ্যমে রাজ্যের লক্ষাধিক ছেলে-মেয়ের চাকরি হয়েছে একাধিক শিল্পক্ষেত্রে।

মুখ্যমন্ত্রী ভিডিও বার্তায় জানান, আমরা আইটিআই (ITI) ও পলিটেকনিকের (polytechnic) সঙ্গে ইন্ডাস্ট্রিগুলোকে (industry) কানেক্ট করে দিয়েছি। ইন্ডাস্ট্রিগুলোর যেমন দক্ষতার লোক প্রয়োজন, তারা এখান থেকে নিচ্ছে। সেজন্য নির্দিষ্ট ওয়েবসাইট আছে। এই প্রক্রিয়ায় ১০ লক্ষ চাকরি হয়ে গিয়েছে। আরও অন্তত পাঁচ লক্ষ প্রসেসে আছে।

মুখ্যমন্ত্রী কথায়, আমরা জব ক্রিয়েট (job create) করি। ইন্ডাস্ট্রি আর ‘উৎকর্ষ বাংলা’কে (Utkarsh Bangla) মিলিয়ে দিই। যাতে বাংলার যুবক-যুবতীরা চাকরিটা পায়। বিভিন্ন ইন্ডাস্ট্রির (industry) কাছে ওপেন অফার রয়েছে উৎকর্ষ বাংলা থেকে লোক নেওয়ার। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই ৪৭ লক্ষ প্রশিক্ষণ পেয়েছে। তার মধ্যে ১০ লক্ষ ছেলেমেয়ের চাকরি হয়েছে। উৎকর্ষ বাংলা প্রকল্পের উদ্দেশ্য হল যুবসমাজকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে শিক্ষাক্ষেত্রে দক্ষ করে গড়ে তোলা।

এর আগে ধনধান্য অডিটোরিয়ামে ছাত্র সপ্তাহের অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী উৎকর্ষ বাংলার সাফল্যের কথা তুলে ধরেন। সরকারের উদ্যোগে চালু হওয়া শিক্ষামূলক অন্যান্য প্রকল্পগুলির সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। রাজ্য সরকার পড়ুয়াদের ভবিষ্যৎ গড়তে কোন কোন নতুন প্রকল্প কী কী সুযোগ রয়েছে তা সবিস্তারে জানান। বাংলার মা-মাটি-মানুষের সরকার ৫০০টি আইটিআই (ITI), পলিটেকনিক (polytechnic) তৈরি করেছে। যেখানে ট্রেনিং দেওয়া হয়। উৎকর্ষ বাংলাও করেছি। সেই প্রকল্পে ইন্ড্রাস্ট্রিকে জুড়ে দেওয়া হয়েছে। ফলে কোনও সংস্থা কর্মী নিয়োগ করতে চাইলে, উৎকর্ষ বাংলা থেকেই কর্মী নিয়োগ করতে পারে।

Related articles

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...
Exit mobile version