হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ বাংলাদেশ। এই ট্রফ্রির সম্প্রতি দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দলে রাখা হয়েছে পাঁচ স্পিনার। আর এই নিয়ে মুখ খুললেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। তাঁর মতে মরুদেশে স্পিনাররা অতীতে সেভাবে নজর কাড়তে পারেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাই পাঁচ স্পিনার নেওয়া নিয়ে এবার প্রশ্ন তুললেন তিনি। কারণ ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলবে দুবাইয়ে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১৫ জনের দলে পাঁচ স্পিনার রেখেছে বিসিসিআই। দলে রয়েছেন অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর এবং রবীন্দ্র জাদেজা। এই দল নির্বাচন নিয়ে অশ্বিনের দাবি, অকারণে বেশি স্পিনার রেখেছেন নির্বাচকরা। এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, “আমি বুঝতে পারছি না দুবাইতে খেলা, অথচ কেন এতজন স্পিনার। পাঁচজন স্পিনার নেওয়া হয়েছে। আর এদিকে যশস্বী জসওয়ালকেই বাদ দেওয়া হল। হ্যাঁ, এটা ঠিক যে, যেকোনও টুর্নামেন্টে দলের সঙ্গে তিন-চারজন স্পিনার থাকে। কিন্তু দুবাইয়ে পাঁচজন স্পিনারের মানে সত্যিই বুঝতে পারছি না। আমার মনে হয়, দু-একজন কম স্পিনার নিলেও চলত।“
এখানেই না থেমে অশ্বিন আরও বলেন, “ দুবাইতে কি বল আদৌ টার্ন করে? সম্প্রতি আইএল টি-২০-তেও আমরা দেখেছি, দুবাইতে বল বিশেষ ঘুরছে না। ফলে দল অনায়াসেই ১৮০ রান তাড়া করে ফেলছে। তাই সবমিলিয়ে টিম কম্বিনেশনটা আমার বিশেষ পছন্দ হয়নি।“

এদিকে চ্য্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আজই দুবাই রওনা দিল টিম ইন্ডিয়া।

আরও পড়ুন-Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

–

–

–

–

–

–

–
