অবশেষে জয়ে ফিরল ইস্টবেঙ্গল এফসি। এদিন মিনি ডার্বিতে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-৩ গোলে হারাল লাল-হলুদ। ইস্টবঙ্গলের হয়ে গোল গুলি করেন মহেশ, সল ক্রেসপো এবং ডেভিড । এই জয় পেলেও ইস্টবেঙ্গল রইল ১১তম স্থানে।

ম্যাচে এদিন প্রথম থেকে দাপট দেখায় অস্কার ব্রুজোর দল। কারণ এই ম্যাচ ছিল সম্মান রক্ষার লড়াই । তাই প্রথম থেকেই দাপট দেখায় লাল-হলুদ । যার ফলে ম্যাচের ২৭ মিনিট ১-০ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। বিষ্ণুর পাস থেকে প্রথম পোস্টে গোল করেন মহেশ। এরপর বেশ কয়েকবার আক্রমণে গেলেও প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে অস্কারের দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে চলে লাল-হলুদের দাপট। ম্যাচের ৬৩ মিনিটে মহেশের দুরন্ত ভলি কোনও মতে বাঁচিয়ে দেন মহামেডানের গোলকিপার পদম ছেত্রী। কিন্তু দুমিনিটের মধ্যে সাদা-কালো ব্রিগেডের ভুলে দ্বিতীয় গোল করে ইস্টবেঙ্গল। ম্যাচের ৬৫ মিনিটে কার্যত ফাঁকা গোলে বল ঠেলে দেন সল ক্রেসপো। ২-০ গোলে এগিয়ে যাওয়ায় ম্যাচ অস্কারের দল। ম্যাচের ৬৮ মিনিট এক গোল দেয় সাদা-কালো ব্রিগেড। ব্যবধান কমান মহামেডানের ফ্রাঙ্কা। তবে এরপর একের পর এক আক্রমণ চালায় মহামেডান । গোললাইন থেকে নিশ্চিত গোল বাঁচান আনোয়ার। তবে এরই মধ্যে আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। ইস্টবঙ্গলের হয়ে ৩-১ গোল করে ডেভিড। এই জয়ের ফলে ২০ ম্যাচে ২১ পয়েন্ট দাঁড়াল লাল-হলুদের।

আরও পড়ুন- ঘোষিত আইপিএলের পূর্ণ সূচি, কবে কখন নামবে কেকেআর ? রইল নাইটদের সূচি


–


—

–

—

–
–

—

–
—