Friday, December 19, 2025

চ্যাম্পিয়ান্স ট্রফির আগে দল নিয়ে বিবাদ গম্ভীর-আগারকারের : সূত্র

Date:

Share post:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি ভারতে প্রথম ম্যাচ। তবে এরই মাঝে সামনে এল ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের মধ্যে বিবাদ। সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ব্যাটিং লাইন আপ নিয়ে গৌতম গম্ভীরের পরীক্ষা-নিরীক্ষা ভাল ভাবে নেননি জাতীয় নির্বাচকেরা। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে ঋষভ পন্থকে না খেলানো । যা নিয়ে প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে বিবাদেও জড়ান কোচ গম্ভীর।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, গম্ভীরের সঙ্গে আগারকারের বিবাদের অন্যতম প্রধান কারণ হল ঋষভ পন্থ। দল নির্বাচনের সময় পন্থকে এক নম্বর উইকেটরক্ষক হিসাবে চিহ্নিত করেছিলেন আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা। অথচ ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে পন্থকে একটি ম্যাচও খেলাননি গম্ভীর। শুধু তাই নয় ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের পর গম্ভীর পরিষ্কার করে জানিয়ে দেন, কে এল রাহুলকেই প্রথম উইকেটরক্ষক হিসাবে দেখছেন তিনি। শুধু তাই নয় আরও একটি কারণ সামনে এসছে। জানা যাচ্ছে, গম্ভীর-আগারকার বিবাদ হয়েছিল ভারত-ইংল্যান্ড প্রথম ম্যাচের আগেই। সেই ম্যাচে যশস্বী জসওয়ালকে খেলানোর জন্য গম্ভীর ভারতের নিয়মিত ওপেনিং জুটি ভেঙে দেন। শুভমন গিলকে পাঠান তিন নম্বরে। প্রথম একাদশে রাখতে চাননি শ্রেয়স আইয়ারকে। শেষ পর্যন্ত বিরাট কোহলির চোট পাওয়ায় শ্রেয়সকে সুযোগ করে দেয় খেলার। গম্ভীরের এই সিদ্ধান্ত মানতে পারেননি প্রধান নির্বাচক অজিত আগারকার। এছাড়াও রাহুলকে ছ’নম্বরে ব্যাট করানোও পছন্দ হয়নি তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে এক দিনের ক্রিকেটে ভারতের নিয়মিত এবং পরীক্ষিত ব্যাটিং অর্ডার নষ্ট হওয়ায় বিরক্ত হন আগারকার। তা নিয়ে ভারতীয় দলের সাজঘর নাকি উত্তপ্তও হয়।

সূত্রের খবর, আগারকার প্রথম বক্তব্য ছিল অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা ক্ষতি করতে পারে দলের। দ্বিতীয় যুক্তি ছিল, ক্রিকেটীয় দক্ষতায় দু’জন উইকেটরক্ষক-ব্যাটারই প্রথম একাদশে থাকার যোগ্য হলে কেন তাদের খেলানো হবে না? গম্ভীর তাঁর বক্তব্য মানতে রাজি হননি। নিজের সিদ্ধান্তেই অটল থাকেন। যদিও একদিনের সিরিজে সেভাবে পারফরম্যান্স করতে পারেননি রাহুল। যদিও ইংরেজদের একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করে রোহিত শর্মার দল।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে, এবার চোট রিজার্ভে থাকা এক ব্যাটারের

spot_img

Related articles

গায়ের জোরে ‘জি রাম জি’ পাশ, MGNREGA-র হত্যা! সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল সাংসদরা

ব্যাপক ঠান্ডা দিল্লিতে (Delhi)। এর মধ্যেই ‘জি রাম জি’ বিলের বিরোধিতায় পুরোনো সংসদ ভবনের সিঁড়িতে রাতভর ধর্নায় তৃণমূল...

শীতের স্পেলে ব্রেক, বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম 

বছরের শেষ মাসের শুরুর দিকে লম্বা ইনিংস খেলার আশা জাগিয়েও ডিসেম্বরের মাঝামাঝিতে খানিকটা হাঁপিয়ে উঠেছে শীত (Winter), অন্তত...

বাংলাদেশে ভারতীয় উপদূতাবাসে হামলা! চিন্তা বাড়ছে নয়াদিল্লির 

ফের উত্তপ্ত প্রতিবেশী রাষ্ট্র। বাংলাদেশের দুই সংবাদপত্রের দফতরে ভাঙচুর আগুন লাগিয়ে দেওয়ার ঘটনার পর হামলা চট্টগ্রামের ভারতীয় উপদূতাবাসে...

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...