Tuesday, August 12, 2025

চ্যাম্পিয়ান্স ট্রফির আগে দল নিয়ে বিবাদ গম্ভীর-আগারকারের : সূত্র

Date:

Share post:

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি ভারতে প্রথম ম্যাচ। তবে এরই মাঝে সামনে এল ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের মধ্যে বিবাদ। সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ব্যাটিং লাইন আপ নিয়ে গৌতম গম্ভীরের পরীক্ষা-নিরীক্ষা ভাল ভাবে নেননি জাতীয় নির্বাচকেরা। বিশেষ করে ইংল্যান্ডের বিরুদ্ধে ঋষভ পন্থকে না খেলানো । যা নিয়ে প্রধান নির্বাচক অজিত আগারকারের সঙ্গে বিবাদেও জড়ান কোচ গম্ভীর।

এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, গম্ভীরের সঙ্গে আগারকারের বিবাদের অন্যতম প্রধান কারণ হল ঋষভ পন্থ। দল নির্বাচনের সময় পন্থকে এক নম্বর উইকেটরক্ষক হিসাবে চিহ্নিত করেছিলেন আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা। অথচ ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে পন্থকে একটি ম্যাচও খেলাননি গম্ভীর। শুধু তাই নয় ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের পর গম্ভীর পরিষ্কার করে জানিয়ে দেন, কে এল রাহুলকেই প্রথম উইকেটরক্ষক হিসাবে দেখছেন তিনি। শুধু তাই নয় আরও একটি কারণ সামনে এসছে। জানা যাচ্ছে, গম্ভীর-আগারকার বিবাদ হয়েছিল ভারত-ইংল্যান্ড প্রথম ম্যাচের আগেই। সেই ম্যাচে যশস্বী জসওয়ালকে খেলানোর জন্য গম্ভীর ভারতের নিয়মিত ওপেনিং জুটি ভেঙে দেন। শুভমন গিলকে পাঠান তিন নম্বরে। প্রথম একাদশে রাখতে চাননি শ্রেয়স আইয়ারকে। শেষ পর্যন্ত বিরাট কোহলির চোট পাওয়ায় শ্রেয়সকে সুযোগ করে দেয় খেলার। গম্ভীরের এই সিদ্ধান্ত মানতে পারেননি প্রধান নির্বাচক অজিত আগারকার। এছাড়াও রাহুলকে ছ’নম্বরে ব্যাট করানোও পছন্দ হয়নি তাঁর। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে এক দিনের ক্রিকেটে ভারতের নিয়মিত এবং পরীক্ষিত ব্যাটিং অর্ডার নষ্ট হওয়ায় বিরক্ত হন আগারকার। তা নিয়ে ভারতীয় দলের সাজঘর নাকি উত্তপ্তও হয়।

সূত্রের খবর, আগারকার প্রথম বক্তব্য ছিল অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা ক্ষতি করতে পারে দলের। দ্বিতীয় যুক্তি ছিল, ক্রিকেটীয় দক্ষতায় দু’জন উইকেটরক্ষক-ব্যাটারই প্রথম একাদশে থাকার যোগ্য হলে কেন তাদের খেলানো হবে না? গম্ভীর তাঁর বক্তব্য মানতে রাজি হননি। নিজের সিদ্ধান্তেই অটল থাকেন। যদিও একদিনের সিরিজে সেভাবে পারফরম্যান্স করতে পারেননি রাহুল। যদিও ইংরেজদের একদিনের সিরিজে হোয়াইটওয়াশ করে রোহিত শর্মার দল।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে, এবার চোট রিজার্ভে থাকা এক ব্যাটারের

spot_img

Related articles

দেবকে টক্করের বার্তা শিবপ্রসাদের, ‘ধূমকেতু’ মুক্তির দিনই ‘রক্তবীজ ২’ টিজার প্রকাশ

১৪ অগাস্ট মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। দেব-শুভশ্রীর (Dev- Shubhashree Ganguly) মাখো মাখো প্রেমের ছবি নিয়ে হাইপ তুঙ্গে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের...

সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে দেশ জুড়ে SIR করুক বিজেপি : অভিষেক

ভোটার তালিকায় গরমিল থাকলে ভেঙে দিন লোকসভা, আগে বিজেপি মন্ত্রীরা পদত্যাগ করুন তারপর বিরোধীরা করবে। এরপর সারা দেশে...

বক্স অফিসে ব্যর্থ ভাইজান, ক্রিকেট মাঠেই লক্ষ্মীলাভের রাস্তা খুঁজছেন সলমন!

একের পর এক সিনেমা ফ্লপ হওয়ায় বক্স অফিসে গত কয়েকবছরে বড় লক্ষ্মী লাভের মুখ দেখেননি বলিউডের ভাইজান। তাই...

মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকলায় লোকনাথ মন্দির চত্বরের রাস্তা মেরামতির কাজ শুরু

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে শুরু হল চাকলা লোকনাথ মন্দির (Loknath Temple, Chakla) চত্বরের রাস্তা মেরামতির...