Wednesday, August 27, 2025

মুখ্যমন্ত্রীর কঠোর নির্দেশ: বিধানসভায় প্রথম বক্তৃতা ৯ তৃণমূল বিধায়কের

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কঠোর নির্দেশ আর পরিষদীয় নেতৃত্বের তৎপরতার পর বিধানসভায় (Assembly) তুমুল সক্রিয়  সরকারপক্ষের বিধায়করা। এদিন রাজ্যপালের ভাষণের উপর আলোচনার প্রথমদিনে মোট ২৪ জন বক্তা অংশ নেন। এর মধ্যে ১৪ জনই সরকারপক্ষের। এছাড়াও এমন ৯ জন তৃণমূল বিধায়ক (TMC MLA) সোমবার বক্তব্য রাখেন, যাঁদের অতীতে কখনও বিধানসভায় বক্তৃতা দিতে দেখা যায়নি। এঁদের মধ্যে কয়েকজন সদ্য জয়ী বিধায়কও যেমন রয়েছেন, তেমন রয়েছেন অনেক পুরনো বিধায়কও।

নৈহাটির সনৎ দে, তালডাংড়ার ফাল্গুনী সিংহ বাবু, মধুপর্ণা ঠাকুর, করবী মান্না, অরিন্দম গুঁই এবং বিজেপি ছেড়ে তৃণমূলের টিকিটে জিতে আসা মুকুটমণি অধিকারী সোমবার প্রথম বক্তব্য রাখেন। এছাড়াও প্রথম বক্তার তালিকায় ছিলেন, শেখ রবিউল ইসলাম, সঙ্গীতা রায় এবং মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। খোদ পরিষদীয় মন্ত্রী শোভনের চট্টোপাধ্যায় নতুন বিধায়কদের (TMC MLA) কাছে গিয়ে তাঁদের প্রয়োজনীয় পরামর্শ দেন। তাঁদের তালিম দিতে মাঠে নামতে দেখা যায় মানস ভুঁইয়ার মতো সংসদীয় রাজনীতিতে পোড় খাওয়া বক্তাদের।

সম্প্রতি পরিষদীয় দলের বৈঠকে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী নীরব বিধায়কদের তালিকা তৈরি করা হচ্ছে বলেও দলীয় সূত্রে শোনা যাচ্ছিল। তৃণমূলের পরিষদীয় দলের তরফেও সংশ্লিষ্ট বিধায়কদের সতর্ক করা হয়েছিল। তারই ফল স্বরূপ এই সক্রিয়তা বলে মনে করা হচ্ছে।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version