Wednesday, December 17, 2025

মাছ উৎপাদনে চলতি বছরেই দেশের মধ্যে এক নম্বরে পৌঁছবে বাংলা: বিধানসভায় দাবি মৎস্যমন্ত্রীর

Date:

Share post:

চলতি বছরেই মাছ উৎপাদনে দেশের মধ্যে এক নম্বর জায়গায় পৌঁছে যাবে বাংলা। সোমবার, বিধানসভার (Assembly) প্রশ্নোত্তর পর্বে বিধায়ক মধুসূদন বাগের প্রশ্নের উত্তরে একথা জানান মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী (Biplab Raychowdhury)। তিনি বলেন, সামগ্রিক ভাবে মাছের উৎপাদনের নিরিখে রাজ্য বর্তমানে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

রাজ্যের চাহিদার থেকেও উৎপাদন বেশি। সরকারি ভাবে বাইরে থেকে কোনও মাছ (Fish) আমদানি করতে হয় না। ২০২৩-২৪ অর্থবর্ষের নিরিখে মৎস্য বীজ উৎপাদনে সারা দেশের মধ্যে বাংলা প্রথম স্থানে রয়েছে বলে জানান মৎস্যমন্ত্রী।

এদিকে সুলভে বাড়ির দোরগোড়ায় মাছ (Fish) পৌঁছে দিতে সুফল বাংলা স্টলে মাছ বিক্রির কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন বিপ্লব। রাজ্যের ৩৫ টি জায়গায় সুফল বাংলায় মৎস্য স্টল খোলা হচ্ছে। আগ্রহী স্বনির্ভর গোষ্ঠী, মৎস্য সময়গুলিকে ওইসব বিপণি চালানোর দায়িত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম ১০০টি বিক্রয়কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে বলে সভায় জানিয়েছেন মৎস্যমন্ত্রী।
আরও খবর: BGBS-এ পর্যটন ক্ষেত্রে কত টাকার লগ্নির প্রস্তাব এসেছে? বিধানসভায় তথ্য দিলেন ইন্দ্রনীল

মৎস্য দফতর সূত্রে খবর, প্রথম পর্যায়ে ৩৫টি সুফল বাংলা মৎস্য বিপণি তৈরি করতে বরাদ্দ হয়েছে ২.৫৩ কোটি টাকা। যেখানে সুফল বাংলার স্টলগুলি রয়েছে, তারই গায়ে খোলা হচ্ছে মাছের স্টলগুলি। তবে অন্য জায়গাতেও কিছু ক্ষেত্রে এই স্টল থাকবে। মৎস্য দফতরের আওতায় নিজস্ব যেসব জলাশয়ে মাছ চাষ হয়, সেখান থেকেই টাটকা মাছ আসবে স্টলগুলিতে। ৩৫টি স্টলের মধ্যে দক্ষিণ কলকাতায় পাঁচটি, উত্তর কলকাতায় তিনটি, সল্টলেকে একটি ও নিউটাউনে তিনটি স্টল খোলা হবে।

spot_img

Related articles

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...