Saturday, May 3, 2025

মাছ উৎপাদনে চলতি বছরেই দেশের মধ্যে এক নম্বরে পৌঁছবে বাংলা: বিধানসভায় দাবি মৎস্যমন্ত্রীর

Date:

চলতি বছরেই মাছ উৎপাদনে দেশের মধ্যে এক নম্বর জায়গায় পৌঁছে যাবে বাংলা। সোমবার, বিধানসভার (Assembly) প্রশ্নোত্তর পর্বে বিধায়ক মধুসূদন বাগের প্রশ্নের উত্তরে একথা জানান মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী (Biplab Raychowdhury)। তিনি বলেন, সামগ্রিক ভাবে মাছের উৎপাদনের নিরিখে রাজ্য বর্তমানে গোটা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে।

রাজ্যের চাহিদার থেকেও উৎপাদন বেশি। সরকারি ভাবে বাইরে থেকে কোনও মাছ (Fish) আমদানি করতে হয় না। ২০২৩-২৪ অর্থবর্ষের নিরিখে মৎস্য বীজ উৎপাদনে সারা দেশের মধ্যে বাংলা প্রথম স্থানে রয়েছে বলে জানান মৎস্যমন্ত্রী।

এদিকে সুলভে বাড়ির দোরগোড়ায় মাছ (Fish) পৌঁছে দিতে সুফল বাংলা স্টলে মাছ বিক্রির কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন বিপ্লব। রাজ্যের ৩৫ টি জায়গায় সুফল বাংলায় মৎস্য স্টল খোলা হচ্ছে। আগ্রহী স্বনির্ভর গোষ্ঠী, মৎস্য সময়গুলিকে ওইসব বিপণি চালানোর দায়িত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম ১০০টি বিক্রয়কেন্দ্র খোলার পরিকল্পনা রয়েছে বলে সভায় জানিয়েছেন মৎস্যমন্ত্রী।
আরও খবর: BGBS-এ পর্যটন ক্ষেত্রে কত টাকার লগ্নির প্রস্তাব এসেছে? বিধানসভায় তথ্য দিলেন ইন্দ্রনীল

মৎস্য দফতর সূত্রে খবর, প্রথম পর্যায়ে ৩৫টি সুফল বাংলা মৎস্য বিপণি তৈরি করতে বরাদ্দ হয়েছে ২.৫৩ কোটি টাকা। যেখানে সুফল বাংলার স্টলগুলি রয়েছে, তারই গায়ে খোলা হচ্ছে মাছের স্টলগুলি। তবে অন্য জায়গাতেও কিছু ক্ষেত্রে এই স্টল থাকবে। মৎস্য দফতরের আওতায় নিজস্ব যেসব জলাশয়ে মাছ চাষ হয়, সেখান থেকেই টাটকা মাছ আসবে স্টলগুলিতে। ৩৫টি স্টলের মধ্যে দক্ষিণ কলকাতায় পাঁচটি, উত্তর কলকাতায় তিনটি, সল্টলেকে একটি ও নিউটাউনে তিনটি স্টল খোলা হবে।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version