Monday, August 25, 2025

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি শুরু ভারতের, নেটে দীর্ঘক্ষণ ব্যাটিং বিরাট-রোহিতের

Date:

২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে বাংলাদেশ। আর ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়ল টিম ইন্ডিয়া। যেই ভিডিও পোস্ট করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে বিরাট কোহলি-রোহিত শর্মাদের নেটে দীর্ঘক্ষণ ব্যাট করতে দেখা যায় । বল হাতে নামেন মহম্মদ শামি , অর্শদীপ সিং।

শনিবারই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দুবাই পৌঁছে যায় টিম ইন্ডিয়া। আর রবিবারই অনুশীলনে নেমে পড়ে ভারতীয় দল। বিসিসিআই যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, নেটে প্রথমে ব্যাট করতে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাঁদের বল করছিলেন শামি ও অর্শদীপ সিং। কোহলির নজর ছিল অফ স্টাম্পে। অফ স্টাম্পের বাইরের বল মারার চেষ্টাই করেননি তিনি। রোহিতও বল ব্যাটের মাঝখানে খেলার চেষ্টা করছিলেন। কভার ড্রাইভ, কাট, পুলের দিকেই নজর ছিল তাঁদের। মাটিতে বল রাখার চেষ্টা করছিলেন ভারতের দুই ব্যাটার। তাঁদের নেটের পিছনেই দাঁড়িয়েছিলেন গম্ভীর। তিনি নজর রাখছিলেন দু’জনের দিকে। এদিকে বল হাতে অনুশীলন করেন মহম্মদ শামি। নেটে মূলত লাইন-লেংথের উপর আরও বেশি জোর দিতে দেখা যায় ভারতের তারকা পেসারকে। প্রথম দিকে শর্ট রান আপে বোলিং করছিলেন শামি। কিন্তু নেট শুরু হওয়ার পর পুরো রান আপে বোলিং করেন শামি। মূলত অফস্টাম্প লাইন লক্ষ‌্য করে বোলিং করেন তিনি।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার সামনে বাংলাদেশ। ২৩ ফেব্রুয়ারি মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। ২ মার্চ টিম ইন্ডিয়ার সামনে নিউজিল্যান্ড।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে নামার আগে অনন্য নজিরের সামনে কোহলি

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version