Friday, November 28, 2025

মার্কিন-ফেরৎ বিমানে ৬৬ ঘণ্টা! খুলতে বাধ্য করা হল পাগড়ি

Date:

Share post:

অবৈধ অনুপ্রবেশে একেবার ধর্মীয় আচরণে আঘাত ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) প্রশাসনের। ভারতীয়দের দেশে ফেরাতে শিকলে বেঁধে যেভাবে অমানবিকতার পরিচয় দিয়েছিল মার্কিন প্রশাসন, তখনও মুখে কুলুপ এঁটেছিল নরেন্দ্রে মোদির (Narendra Modi) কেন্দ্রীয় সরকার। এবার শিখ সম্প্রদায়ের পুরুষদের পাগড়ি খুলে ফেরৎ পাঠানোর ঘটনাতেও একইভাবে নীরব ভারতের বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। রবিবার রাতে পঞ্জাবের পাতিয়ালা বিমানবন্দর (Patiala Airport) ছোঁয় আমেরিকা ফেরৎ ভারতীয়দের নিয়ে আসা তৃতীয় বিমান। সেখানে দেশে ফেরেন ১১২ ভারতীয়, যার মধ্যে অধিকাংশ পঞ্জাব, হরিয়ানা ও গুজরাটের বাসিন্দা। দেশে ফিরে ৬৬ ঘণ্টার অমানবিক যাত্রার বর্ণনা করেন তাঁরা।

এ পর্যন্ত তিনটি বিমানে ভারতে ফিরলেন ৩৩২ ভারতীয়। তার মধ্যে রবিবার পৌঁছান ১১২ জন। এঁদের মধ্যে ৪৪ জন হরিয়ানার, ৩৩ জন গুজরাট, ৩১ জন পঞ্জাব, ২ জন উত্তরপ্রদেশ এবং হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের একজন করে বাসিন্দা ছিলেন। তৃতীয় বিমানেও পুরুষদের পাশাপাশি মহিলা ও শিশুদের দেখা যায় বেরিয়ে আসতে। তবে দ্বিতীয় বিমানের মত তৃতীয় বিমানেও দেখা যায় শিখ (Sikh) সম্প্রদায়ের পুরুষদের পাগড়ি (turban) খোলা অবস্থায়। শিখ সম্প্রদায়ের শিরোমণি গুরদ্বারা প্রবন্ধক কমিটির পক্ষ থেকে পাতিয়ালা বিমান বন্দর কর্তৃপক্ষের হাতে ৫০ জনের পাগড়ি (turban) তুলে দেওয়া হয়। যাতে শিখ সম্প্রদায়ের পুরুষরা সেই পাগড়ি পরে বাইরে বেরিয়ে আসতে পারেন।

দ্বিতীয় ও তৃতীয় বিমানে একইভাবে শিখ (Sikh) সম্প্রদায়ের উপর এই ধরনের আচরণ করে এসেছে মার্কিন সেনা (US Army)। সেই সঙ্গে হাতে হাতকড়া (handcuff) ও পায়ে শিকল বাঁধারও ব্যতিক্রম হয়নি। যদিও এক্ষেত্রে মহিলা ও শিশুদের শিকল থেকে নিস্তার দেয় ট্রাম্পের প্রশাসন। আমেরিকা ফেরৎ ভারতীয়দের দাবি, বিমান অবতরণের মাত্র ২০ মিনিট আগে তাঁদের শিকল (sackle) খোলা হয়। বিমান থেকে নামার আগেই শিখ যুবকদের পাগড়ি (turban) খুলতে বাধ্য করে মার্কিন সেনা। সেই পাগড়ি আবর্জনায় ফেলে দেওয়ারও অভিযোগ ওঠে।

মূলত ক্যালিফোর্নিয়া (California) বিমান বন্দর থেকে পাতিয়ালা পর্যন্ত ৬৬ ঘণ্টার যাত্রাপথ পার হয় অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারীরা। তার মধ্যে চার বার তেল ভরার জন্য বিমান দাঁড় করানো হয়। কিন্তু ওই ৬৬ ঘণ্টা তাঁদের উঠতে দেওয়া হয়নি। পুরুষ যাত্রীরা অভিযোগ করেন, ভারী ও অত্যন্ত শক্তভাবে আটকানো হাতকড়া ও শিকলে (sackle) তাঁরা প্রবল যন্ত্রণা অনুভব করলেও শিকল খুলে দেওয়ার আবেদনে কান দেয়নি মার্কিন সেনা। তাঁরা জানান, ওইভাবে জলপানেও কতটা সমস্যা হয়েছিল তাঁদের। নরেন্দ্র মোদিকে গলায় জড়িয়ে বন্ধু বললেও তাঁর দেশবাসীদের একটি ভুলেও ঠিক কেমন প্রতিক্রিয়া দেওয়া হবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেক, অনুপ্রবেশকারী ফেরানোর মধ্যে দিয়েও তার নজির রাখল আমেরিকা। যদিও পাগড়ি (turban) খোলানোর বিষয়টি নিয়ে বিদেশমন্ত্রকের কাছে অভিযোগ জমা দেওয়ার কথা জানায় শিখদের সংগঠন।

spot_img

Related articles

সমস্যা মিটিয়ে বিয়ে করবেন স্মৃতি-পলাশ? বড় ঘোষণা সুরকারের মায়ের

বিগত কয়েক দিন ধরেই স্মৃতি মান্ধানা-পলাশ মুচ্ছলের(Palash muchhal-Smriti Mandhana) সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের দিনেই ঘটেছে বিপর্যয়। তারপর...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

২৮ নভেম্বর (শুক্রবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

ইচ্ছা থাকলেই উচ্চশিক্ষা: স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পড়ূয়াদের সংখ্যা পেরলো ১ লক্ষ! খুশি মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী

আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাড়িয়েছিল বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banarjee) সরকার। উচ্চশিক্ষায় সহায়ক হওয়ার লক্ষ্যে তৃতীয়বার ২০২১ সালে...

এসআইআরের চাপে হার্ট অ্যাটাক, কাজ করতে করতে মৃত্যু মুর্শিদাবাদের বিএলও-র 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও এক। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজের অত্যাধিক চাপ সহ্য করতে না পেরে এবার হার্ট...