Saturday, May 3, 2025

উজ্জ্বলা যোজনায় বঞ্চিত বাংলার ১৪ লক্ষ আবেদনকারী! প্রকাশ কেন্দ্রের রিপোর্টে

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মিথ্যাচার ফের ফাঁস হয়ে গেল। বাংলাকে বঞ্চনার তালিকায় নতুন সংযোজন হল উজ্জ্বলা যোজনার (Ujjawala Yojana)। কেন্দ্র সরকার ও বিজেপির সংকীর্ণ রাজনীতির কারণে বঞ্চিত বাংলার ১৪ লক্ষ আবেদনকারী। খোদ পেট্রোলিয়াম মন্ত্রক (Ministry of Petroleum and Natural Gas) সংসদে স্বীকার করে নিয়েছে, রাজ্য সরকারকে বাদ রেখেই কমিটি গঠন হয়েছিল বাংলায়। মন্ত্রকের এই কথাতে স্পষ্ট হয়েছে প্রধানমন্ত্রীর মিথ্যাচার।

প্রধানমন্ত্রী ২০২৪ নির্বাচনের আগে প্রচারে এসে ফলাও করে বলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলায় উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) বাস্তবায়নে বাধা সৃষ্টি করছেন। তাঁরই মন্ত্রিসভার সদস্যের মন্তব্যে স্পষ্ট, মোদি ভুল। কারণ রাজ্যকে বাদ রেখেই যদি কমিটি তৈরি হয় মুখ্যমন্ত্রী বাধ সাধবেন কী করে? অর্থাৎ মোদি মিথ্যাচার করেছেন। উজ্জ্বলা যোজনার (Ujjwala Yojana) বাস্তবায়নেও ১০০ দিনের (MGNREGA) কাজ বা আবাসের মতো রাজনীতির শিকার হয়েছে বাংলা। বঞ্চনা করা হয়েছে বাংলার মানুষের সঙ্গে।

২০২৩ সালের সেপ্টেম্বরে ৭৫ লক্ষ পরিবারকে বিনা পয়সায় গ্যাস (LPG cylinder) সংযোগ দেওয়া হবে বলে ঘোষণা করে কেন্দ্র। প্রতিটি জেলায় একটি করে ‘উজ্জ্বলা কমিটি’ গঠন করতে হবে। গ্যাস কারা পাবেন বা কারা পাওয়ার যোগ্য নন, তা ঠিক করতে তৈরি করা হয় জেলাস্তরের কমিটি। সেই কমিটিতে রাজ্যের প্রতিনিধি রাখা হলেও, তাদের কাজ স্রেফ সই করা। কেন্দ্রের ‘প্রভাবশালী’দের (influencial) হাতেই থাকে সব চাবিকাঠি। ২০২৪-এর ২৯ জানুয়ারি নতুন একটি নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়ে দেয়, রাজ্যের প্রতিনিধি না রেখেই জেলায় জেলায় উজ্জ্বলা কমিটি গঠন করতে হবে। এই নোংরা রাজনীতি খেলা খেলতে গিয়েই উজ্জ্বলা যোজনার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বহু গরিব মানুষ।

মোট ৭৫ লক্ষের মধ্যে বাংলায় উজ্জ্বলা যোজনায় ১৪ লক্ষ আবেদন (application) জমা পড়ে। বর্তমানে পুরো প্রক্রিয়াটিই ঠান্ডা ঘরে। কেন্দ্র রাজ্যের ঘাড়ে দোষ চাপিয়েই ‘চ্যাপ্টার ক্লোজ’ (closed chapter) করে দিয়েছে। বাংলা বঞ্চিত রেখেই কেন্দ্র টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা নিয়েছে। পেট্রোলিয়াম সংস্থাগুলিকে তারা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে, বাংলাকে নিয়ে আর না ভাবলেও চলবে। ফলে বঞ্চনার তালিকায় নতুন সংযোজিত হয়েছে উজ্জ্বলা যোজনা।

Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version