Sunday, May 4, 2025

বেকারত্ব-মূল্যবৃদ্ধি, মোদি সরকারের ব্যর্থতায় হতাশ নাগরিকরা: প্রকাশ সমীক্ষায়

Date:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে বেকারত্ব, মূল্যবৃদ্ধি নিয়ে হতাশ নাগরিকদরা। ইন্ডিয়া টুডে এবং সি-ভোটার পরিচালিত ফেব্রুয়ারি ২০২৫-এর মুড অফ দ্য নেশন সার্ভে-তে এই চিত্র উঠে এসেছে।

সমীক্ষা অনুযায়ী, তিন-চতুর্থাংশের বেশি অংশগ্রহণকারী মনে করেন যে দেশে বেকারত্ব পরিস্থিতি হয় খুব গুরুতর (৫৫%) অথবা কিছুটা গুরুতর (২১%)। মাত্র ৫% বলেছেন যে এটি মোটেও গুরুতর নয়। অঞ্চলভিত্তিক হিসাবে, উত্তর-পূর্ব ভারতে ৬৪% এবং পূর্ব ভারতে ৬০% মানুষ বেকারত্বকে খুব গুরুতর সমস্যা হিসেবে দেখছেন, যেখানে দক্ষিণ ভারতে এই হার ৪৮%। গত ১১ বছরে মোদি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা কী?—এই প্রশ্নের উত্তরে ২১% মানুষ বলেছেন বেকারত্ব ও মূল্যস্ফীতি। অন্য একটি প্রশ্নে, ভারতের সর্ববৃহৎ সমস্যা কী জানতে চাইলে ২৪% বলেছেন বেকারত্ব, এবং ১৭% বলেছেন মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি।দেশের অর্থনীতি আগামী ছয় মাসে খারাপ হবে বা একই থাকবে—এমনটাই মনে করেন ৫৭% উত্তরদাতা। কেবল ৩৪% আশা প্রকাশ করেছেন যে অর্থনীতি উন্নত হবে।গত বছরের তুলনায় ৬৪% মানুষ মনে করেন দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়েছে, এবং ২৭% বলেছেন যে খরচ বেড়েছে কিন্তু এখনো সামলানো সম্ভব। নিম্ন আয়ের জনগোষ্ঠীর মধ্যে ৭০% মনে করেন বর্তমান ব্যয় ম্যানেজ করা কঠিন হয়ে পড়েছে।সার্ভেতে অংশ নেওয়া ৮২% মানুষ মনে করেন যে ইউনিভার্সাল বেসিক ইনকাম (সর্বজনীন মৌলিক আয়) প্রকল্প চালু করা উচিত, যেখানে মাত্র ১৪% এই ধারণার বিপক্ষে।মোদি সরকারের অর্থনৈতিক নীতিগুলি বড় ব্যবসায়ীদের পক্ষে কাজ করেছে বলে মনে করেন ৫১% উত্তরদাতা। কেবল ৯% বলেছেন যে বেতনভোগীরা উপকৃত হয়েছেন, আর ৬% মনে করেন দৈনিক মজুরির শ্রমিকরা লাভবান হয়েছেন।পরিবারের আয় বা বেতন আগামী ছয় মাসে খারাপ হবে বা একই থাকবে বলে মনে করেন ৬৫% অংশগ্রহণকারী, যেখানে মাত্র ২৭% আশাবাদী যে এটি উন্নত হবে।

আগের মুড অফ দ্য নেশন সার্ভেগুলির ধারাবাহিকতায়, ৪৫% উত্তরদাতা মনে করেন যে মোদি সরকার কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলো (ইডি , সিবিআই, আয়কর বিভাগ) অন্য যে কোনো সরকারের তুলনায় বেশি অপব্যবহার করছে। অন্যদিকে, ৪২% এই অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।এছাড়া, যখন প্রশ্ন করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এক আদালতে ঘুষ কেলেঙ্কারির অভিযোগের পরও মোদি সরকার কি বিতর্কিত আদানি গ্রুপকে সমর্থন দিচ্ছে?, তখন ৪৯% উত্তরদাতা একমত হন, যেখানে মাত্র ৩৩% এই অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুন- ক্ষমতায় এসেই ৯৫০০ কর্মী ছাঁটাই, মাস্কের বিরুদ্ধে মামলা

—

 

—

 

—

 

—

 

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version