Sunday, November 9, 2025

রাজ্যের ক্ষমতায় আসার সময়ই চেপেছে বাম আমলের ঋণের বোঝা। অন্যদিকে কেন্দ্রের সরকার বঞ্চিত করেছে রাজ্যের ন্যায্য পাওনা থেকে। তারপরেও বর্তমান তৃণমূল সরকার সরকারি কর্মচারিদের শুধুমাত্র মহার্ঘ্য ভাতা (DA) বাবদ এপর্যন্ত ব্যয় করেছে ২ লক্ষ কোটি টাকা, বিধানসভায় তথ্য পেশ খোদ মুখ্যমন্ত্রীর। যে বামেরা সরকারি কর্মীদের উস্কানি দিয়ে আন্দোলনে নামাচ্ছে, তাদের সঙ্গে তৃণমূল সরকারের অঙ্কের ফারাকটাও এদিন বিধানসভায় স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

কেন্দ্রের বিজেপি সরকার যেখানে রাজ্যকে বঞ্চিত করছে, সেখানে রাজ্যের বিজেপি নেতারা রাজ্য সরকারি কর্মচারিদের উস্কানি দিচ্ছেন মহার্ঘ্য ভাতা (DA) নিয়ে। সেখানেই সরকারি কর্মীদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, যারা মাঝে মাঝেই নাটক করে সরকারি কর্মচারিদের (government employees) মাথার মধ্যে একটা কিছু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে ভোটটা তারা পায়। সরকারি কর্মচারিরা আমার গর্ব। আমি বলব ওদের কুৎসায় কান দেবেন না। রাজ্য সরকার রাজ্য সরকারের পে কমিশন অনুযায়ী চলে। তার বেতন কাঠামো আলাদা। কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো আলাদা।

এরপরই তিনি তুলে ধরেন বাম আমলে সরকারি কর্মীদের (governmnet employees) সঙ্গে বর্তমান সরকারের আমলে সরকারি কর্মীদের পার্থক্য। সেখানে মুখ্যমন্ত্রীর তথ্য পেশ, সিপিএম আমলে কত শতাংশ ডিএ হয়েছিল- ৩৫ শতাংশ। ১৩ হাজার কোটি টাকা দিতে হয়েছিল। আমরা ৯০ শতাংশ ডিএ (DA) দিয়েছিলাম। যার আর্থিক পরিমাণ ১ লক্ষ ৬৭ হাজার কোটি টাকা। আমরা ২০১৯ সালে ষষ্ঠ পে কমিশন (sixth pay commission) চালু করি। ফেল বেসিক পে-র সঙ্গে বেতন ২.৫৭ গুণ বৃদ্ধি হয়েছে। এই পে কমিশন অনুযায়ী বর্ধিত বেসিক বেতনের উপর ১৪ শতাংশ যে ডিএ আমরা ইতিমধ্যেই দিয়েছি তাতে ১৯ হাজার কোটি টাকা খরচ হয়েছে। এই বেজেটে আমরা আরও ৪ শতাংশ ডিএ দিচ্ছি। অর্থাৎ ১৮ শতাংশ। ২০১১ সাল থেকে আজ অবধি আমাদের সরকার ডিএ (DA) বাবদ প্রায় ২ লক্ষ কোটি টাকা খরচ করেছে। ৭৫ হাজার কোটি টাকার দেনা শোধ করে।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version