Friday, July 4, 2025

কেন সেদিন বিধানসভায় কাগজ ছিঁড়েছিলেন? মঙ্গলবার, বিধানসভায় (Assembly) বক্তব্য রাখতে গিয়ে তথ্য তুলে সপাট জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, “আমি যখন কাগজ ছিঁড়েছিলাম, তখন আমি একা ছিলাম।”

এদিন বক্তৃতার শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “ওরা বলছেন আমিও নাকি কাগজ ছিঁড়েছি। আমি যখন কাগজ ছিঁড়েছিলাম, তখন আমি একা ছিলাম। বিজেপি, কংগ্রেস, সিপিএম আমাকে একটা কথা বলতে দিত না। অথচ ৩৯ শতাংশ ভোট ছিল আমাদের। একটা বক্তব্য রাখতে দেওয়া হত না। একটা প্রশ্নও করতে দেওয়া হত না। বাধ্য হয়েই ওটা করতে হয়েছিল।” মমতা জানান, সেই সময় তাঁর কাছে ভোট রয়েছে, কিন্তু ৭ দিন ধরে কলিং দিয়েও তিনি বিধানসভায় বলার সুযোগ পেতেন না। তাঁর মাইক বন্ধ করে দেওযা হত। বিভিন্ন অজুহাতে বিধানসভা থেকে বের করে দেওয়া হত- অভিযোগ তৃণমূল সভানেত্রীর।

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “এখন তো তেমন পরিস্থিতি নেই। আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী। সবাইকে বলতে দেওয়া হয়। কিন্তু শুধুই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হলে কী বা বলা যেতে পারে!” ফ্রিডম অফ স্পিচ মানে এটা নয় যে কাউকে আঘাত করা, হাউস কে ভাগ করা, ফ্রিডম অফ স্পিচ মানে হেট স্পিচ নয়- সাফ জানান মমতা।

এই প্রসঙ্গেই মমতা বলেন, সংসদে বিরোধীদের বলতে দেয় না মোদি সরকার। কিন্তু এখানে গণতন্ত্র আছে। বিধানসভায় বিরোধীদের বলার জন্য ৫০ শতাংশ সময় বরাদ্দ করা আছে।

মুখ্যমন্ত্রীর কথায়, “কথা বলাও একটা আর্ট। এটা একটা শিল্প। বক্তৃতা মানে কাউকে আঘাত করা, সাম্প্রদায়িকভাবে ভাগ করে দেওয়া নয়।”

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version